ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকার ‘ওপেনিং’ চমক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
ঢাকার ‘ওপেনিং’ চমক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ওপেনিংয়ে চমক দিয়েই চলেছে ঢাকা ডায়নামাইটস। গতকাল (০৮ ডিসেম্বর) বিপিএলের ২৫তম ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে দলের ৯ নম্বর ব্যাটসম্যান ইয়াসির শাহকে ওপেন করিয়ে চমকে দিয়েছিল তারা।



বুধবার (০৯ ডিসেম্বর) সিলেট সুপারস্টারসের বিপক্ষে ইয়াসির শাহ’র সঙ্গে আরেক টেলএন্ডার ফরহাদ রেজাকে নামিয়ে আরও বড় চমক দিল কুমার সাঙ্গাকারার দল।
 
ওপেনিংয়ে বিরল এ টোটকায় সফলই হয়েছে ঢাকা ডায়নামাইটস। ওপেনিং জুটি ভাঙতে সিলেটের বোলার সোহেল তানভির, মোহাম্মদ শহীদ, আব্দুর রাজ্জাকদের অপেক্ষা করতে হয়েছে ৫.৫ ওভার পর্যন্ত।

দলীয় ২৮ রানে ব্যক্তিগত ৮ রান করে রাজ্জাকের বলে বিদায় নেন ইয়াসির। আরেক ওপেনার ফরহাদ রেজা ব্যাট ‍চালিয়ে করেন ২৮ বলে ৩১ রান । চার বাউন্ডারি ও এক ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি সাজান ফরহাদ রেজা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।