ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

শুক্রবার টি-২০ বিশ্বকাপের সূচি নির্ধারণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
শুক্রবার টি-২০ বিশ্বকাপের সূচি নির্ধারণ

ঢাকা: শুক্রবার (১১ ডিসেম্বর) উন্মোচন করা হবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। মুম্বাইয়ের হোটেল দ্যা সেন্ট রেগিসে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।

সংক্ষিপ্ত ফরম্যাটের এবারের আসরটি আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিসি’র চেয়ারম্যান শশাঙ্ক মানোহার ও সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। এছাড়া আরও উপস্থিত থাকবেন বিসিসিআইয়ের সেক্রেটারি আনুরাগ ঠাকুর।

বিশ্বকাপের সূচি নির্ধারণের পাশাপাশি আসরের গ্রুপগুলোও ঠিক করা হবে অনুষ্ঠানে। এছাড়া টুর্নামেন্ট সংক্রান্ত অন্যান্য দিকগুলোও প্রকাশ করা হবে।

২০১৬ সালের ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আসরে আইসিসির পূর্ণাঙ্গ দশটি দেশ সহ আরও ৬টি দেশ অংশগ্রহন করবে। ভারতের আটটি স্টেডিয়ামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।