ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেদের ঝালিয়ে নিলো জিম্বাবুইয়ানরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
নিজেদের ঝালিয়ে নিলো জিম্বাবুইয়ানরা ছবি: মানজারুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: সফরে এসে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই বাংলাদেশের কাছে হেরে গেছে এলটন চিগম্বুরার জিম্বাবুয়ে। তাই দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিলো সফরকারীরা।


 
শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঘাম ঝরানো অনুশীলন করে তারা।

সকাল থেকেই অনুশীলনে সিরিয়াস দেখা যায় জিম্বাবুয়ের ক্রিকেটারদের। নেটে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংসহ সব ধরনের অনুশীলন করে তারা।

অনুশীলনের পর প্রেস বিফিংয়ের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জিম্বাবুয়ের ব্যাটিং উপদেষ্টা মারভান আতাপাত্তু।

শ্রীলঙ্কা দলের সাবেক এ তারকা ব্যাটসম্যান ও কোচ তার দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের খেলায় ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সমন্বিতভাবে।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ালটন টি-২০ ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে টাইগার বাহিনীর কাছে ৪ উইকেটে পরাজিত হয় জিম্বাবুয়ে। রোববার (১৭ জানুয়ারি) চার ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
এমআরএম/ এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।