ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের নেতৃত্বে অভিজ্ঞ মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
জিম্বাবুয়ের নেতৃত্বে অভিজ্ঞ মাসাকাদজা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। সম্প্রতি বাংলাদেশ সফরে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পর অধিনায়কের পদ থেকে ইস্তফা দেন অলরাউন্ডার এলটন চিগুম্বুরা।



বর্তমান জিম্বাবুয়ে দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ৩২ বছর বয়সী মাসাকাদজা নিজেকে প্রমাণ করেছেন। দলটির হয়ে খেলেছন ২৯টি টেস্ট, ১৬৫ ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি। এদিকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে লেগস্পিনার গ্রায়েম ক্রেমারকে।

জিম্বাবুয়ের তিন ফরম্যাটের ক্রিকেটেই আগামীতে নেতৃত্ব দেবেন ডানহাতি ব্যাটসম্যান মাসাকাদজা। তিন ফরম্যাটে তিন অধিনায়ক এমন তত্ত্বে যায়নি জিম্বাবুয়ে ক্রিকেট।

বাংলাদেশ সফরে মাসাকাদজা ছিলেন দুর্দান্ত ফর্মে। তার অন্যবদ্য ব্যাটিংয়ে সিরিজে ২-০তে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ এ সমতায় ফেরে জিম্বাবুয়ে। অথচ এর কিছুদিন আগে বাজে ফর্মের কারণে আফগানিস্তানের বিপক্ষে দল থেকে বাদ পড়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।