ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সনজিতের বিষয়টিকে মন্দের ভালো হিসেবে দেখালেন কোচ

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
সনজিতের বিষয়টিকে মন্দের ভালো হিসেবে দেখালেন কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

কক্সবাজার শেখ কামাল স্টেডিয়াম থেকে: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। কিন্তু এ ভালো সংবাদের মধ্যেও খারাপ খবর হলো, বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা হওয়ায় দলের নির্ভরযোগ্য অফস্পিনার সনজিত সাহার বিশ্বকাপ ইতিমধ্যেই শেষ হয়ে গেল।

এ নিয়ে স্বাভাবিকভাবে কিছুটা চিন্তিত বাংলাদেশ।

তবে সনজিত সাহার এ বিষয়টিকে যেন মন্দের ভালো হিসেবে দেখাতে চাইলেন বাংলাদেশ দলের কোচ মিজানুর রহমান বাবুল।

রোববার (৩১ জানুয়ারি) স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচ শেষে কোচের প্রতি সাংবাদিকদের প্রশ্ন ছিল সনজিত সাহাকে ঘিরেই।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘আমি সনজিত সাহার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তাকে আমি বলেছি এখন বিষয়টি ধরা পড়ায় তোমার ভালো হয়েছে। এখন খুব সহজেই অ্যাকশন ঠিক করা যাবে। ’

আমাদের কাছে তো কোনো মাপার যন্ত্র নেই, ল্যাবও নেই যে ওকে পরীক্ষা করতে পারবো। তাই এখন বিষয়টা ধরা পড়ায় ভালো হয়েছে। না হয় একটা পর্যায়ে গিয়ে হয়তো সে জাতীয় দলে খেলবে। তখন তো শুরুতেই নিষিদ্ধ হয়ে যেত। তাই এখন ভালো হয়েছে। এখন সহজেই শুধরে ফেলা যাবে। ’

তার বোলিং অ্যাকশন নিয়ে কাজ শুরু করে দেবেন কিনা এমন প্রশ্নে কোচ বলেন, এ বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। অবশ্যই তাকে নিয়ে কাজ করতে হবে। কারণ ও হলো আমাদের ভবিষ্যতের খেলোয়াড়। ’

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি/আরএম

** সনজিতের বোলিং অ্যাকশন নিষিদ্ধ !

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।