ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্বাগতিকদের সঙ্গে জয়ের জন্যই খেলবে নামিবিয়া

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
স্বাগতিকদের সঙ্গে জয়ের জন্যই খেলবে নামিবিয়া ছবি: উজ্জল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার শেখ কামাল একাডেমি স্টেডিয়াম থেকে: অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ইতিমধ্যেই বিদায় করে দিয়েছে বিশ্বকাপের মূল গ্রুপ পর্ব থেকে।   স্বাভাবিকভাবেই উত্তেজনায় ফুটছে নামিবিয়া দল।

কিন্তু একমাত্র দক্ষিণ আফ্রিকা ম্যাচে আটকে থাকতে চায় না তারা। এখন তাদের লক্ষ্য আরও দূরে। মঙ্গলবারের (২ ফেব্রুয়ারি) ম্যাচে হারিয়ে দিতে চায় স্বাগতিক বাংলাদেশকেও।

সোমবার কক্সবাজার শেখ কামাল একাডেমি মাঠে বাংলাদেশকে হারিয়ে দেওয়া স্বপ্নের কিছু নমুনা দেখা গেল।
দুই ঘণ্টা টানা ঘাম ঝরিয়েছে নামিবিয়া দল। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- যেন প্রস্তুতিতে কোনো খুঁতই রাখল না জেন গ্রিনের দল।

অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নামিবিয়া দলের কোচ রাঙ্গারিরাই মাঈনডে।   বেশ ফুরফুরে দেখা গেল তাকে।

বিশ্বকাপে ভালো খেলার পেছনে নামিবিয়া দলের বড় শক্তি কোনটি এমন প্রশ্নে কোচের উত্তর ‘আমরা দল হিসেবে খেলি, এটিই আমাদের শক্তি। নামিবিয়া একজনের ওপর নির্ভরশীল দল নয়। আমার বেশ কয়েকজন ভালো পারফরমার আছে। তারা যে কোন দিন বড় কিছু করে ফেলতে পারে। ’

গত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছে নামিবিয়া। এ অভিজ্ঞতা তাদের মঙ্গলবারের ম্যাচে বাড়তি সহযোগিতা করবে বলে বিশ্বাস নামিবিয়া কোচের।

তাই তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা আগেও খেলেছি।   এ কন্ডিশনেও খেলেছি।   আমরা কালকের ম্যাচের জন্য প্রস্তুত।

‘বাংলাদেশ স্বাগতিক দেশ। তারা এ কন্ডিশনে শক্তিশালী দল। আমরা একই উইকেটে একটা ম্যাচ খেলে জিতেছি। কাল আরেকটি খেলবো। তাই ভালো কিছু করতে পারবো বলে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। আমরা কালকের ম্যাচে জয়ের জন্যই খেলবো। ’- নামিবিয়া কোচের আত্মবিশ্বাসী জবাব।

বাংলাদেশের স্পিন অ্যাটাক খুবই শক্তিশালী।   আর এ কন্ডিশনে বিশেষ কিছু করতে পারে বাংলাদেশের স্পিনাররা। বাংলাদেশের এ স্পিন শক্তি নিয়ে বাড়তি চিন্তা আছে কিনা এমন প্রশ্নে নামিবিয়া কোচ বলেন, আমরা ভালো খেললে, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেললে এটা কোনো সমস্যা না।

কালকের ম্যাচে কি বাংলাদেশকে ফেবারিট ভাবছেন এমন প্রশ্নে রাঙ্গারিরাই মাঈনডের সোজা উত্তর, ‘টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশকে সমীহ করি। কিন্তু আমরা এসেছি জেতার জন্য। তাই কালকের ম্যাচে কেউ ফেবারিট না।

কালকের ম্যাচে হার জিতের ওপর নির্ভর করছে কোয়ার্টারে কারা মুখোমুখি হচ্ছে ভারতের আর কারা নেপালের।
কিন্তু ভারত, নেপাল কাউকেই বড়ছোট পার্থক্য করতে নারাজ রাঙ্গারিরাই মাঈনডে। তিনি বলেন, নেপাল ইতিমধ্যেই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এটা বিশ্বকাপ। সবাই এখানে প্রস্তুত হয়ে এসেছে। তাই এখানে যে কোন কিছু ঘটতে পারে। সব টিমই এখানে শক্তিশালী।

আমরা এখানে এসেছি মানুষকে বিস্ময় উপহার দিতে। গতকাল মানুষ তা দেখেছে। আগামীকালও এমন কিছু দেখাতে চাই।

আমার ছেলেরা হয়তো সবাই অনভিজ্ঞ। তবে তারা খুবই আশাবাদী। সবাই দেখছে নামিবিয়া নরম দল না। আমাদের সব ফোকাস এখন বাংলাদেশ ম্যাচের দিকে। বিশ্বকাপে আমরা ভালো করছি। সত্যিই আমরা খুব এনজয় করছি বিশ্বকাপ।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।