ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নামিবিয়ার বিপক্ষে জিতলেই মিরাজদের প্রতিপক্ষ নেপাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
নামিবিয়ার বিপক্ষে জিতলেই মিরাজদের প্রতিপক্ষ নেপাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় যুবারা। তিন ম্যাচে দুই জয়ে নেপাল অবশ্য আগেই যুব বিশ্বকাপের একাদশতম আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।



ভারতের বিপক্ষে হারের পর তারা এখন ‘ডি’ গ্রুপের রানার্সআপ। কোয়ার্টারের সমীকরণে ‘ডি’ গ্রুপের ‍রানার্সআপ দলের সঙ্গে ম্যাচ পড়বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের।

আগামীকাল (০২ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বাংলাদেশ ও নামিবিয়া। এ ম্যাচের জয়ী দলই প্রতিপক্ষ হিসেবে পাবে নেপালকে। হেরে যাওয়া দলকে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ন এ ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।