ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৯১ রানে গুটিয়ে গেল প্রোটিয়া যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
৯১ রানে গুটিয়ে গেল প্রোটিয়া যুবারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট পর্বের প্লে-অফ-সেমিফাইনালে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৯১ রানে গুটিয়ে গেল বর্তমান যুব বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ৩৯.৫ ওভার খেলতে পারা দলটির হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন রিভালদো মুনসামি।



কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নবম স্থানের জন্য খেলতে নামে জিম্বাবুয়ে ও প্রোটিয়া যুবারা। তবে টসে হেরে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বোলারদের সামনে নাকানি-চুবানি খেতে হয় দ.আফ্রিকার।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলের তিন ব্যাটসম্যান ছাড়া অন্যকেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। জিম্বাবুয়ে বোলারদের মধ্যে নয় ওভারে মাত্র ১০ রান দিয়ে চারটি উইকেট দখল করেন রিচার্ড এনগ্রাভা। আর দুটি উইকেট পান রুগারে মাগারিরা।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।