ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের দল ঘোষণা, ফিরেছেন স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
প্রোটিয়াদের দল ঘোষণা, ফিরেছেন স্টেইন ছবি: সংগৃহীত

ঢাকা: ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আর আগামী মার্চে ভারতে অনুষ্ঠিত ষষ্ঠ এ আসরে প্রোটিয়া দলে রাখা হয়েছে প্রিমিয়াম ফাস্ট বোলার ডেল স্টেইনকে।

যদিও ইনজুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এ ডানহাতি পেসার।

স্টেইন দ.আফ্রিকা দলের হয়ে সর্বশেষ আট টেস্টের মাত্র দুটিতে খেলেছেন। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও নেই তিনি। থাকছেন না টি-২০ সিরিজেও। তবে আসছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে মাঠে দেখা যেতে পার তাকে।

দলের ফাস্ট বোলার হিসেবে আরও রাখা হয়েছে কাগিসো রাবাদা ও কাইল অ্যাবোট। এছাড়া পেসার কাম ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ক্রিস মরিস ও ডেভিড উইসিস। তবে দলে জায়গা হয়নি মরনে মরকেল ও অ্যালবি মরকেল ভাইদের।

ব্যাটসম্যানদের তালিকায় ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, ডেভিড মিলার ও জেপি ডুমিনির মতো হার্ড হিটাররা রয়েছেন। আর স্পিনারদের মধ্যে রয়েছেন ইমরান তাহির ও অ্যারন পাহানগিসোরা।

দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যারন পাহানগিসো, কাগিসো রাবাদা, রিলে রুশো, ডেল স্টেইন, ডেভিড উইসিস।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।