ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

আসছে শাহরুখের নতুন নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আসছে শাহরুখের নতুন নাইট রাইডার্স

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফলতম দল কলকাতা নাইট রাইডার্স। দু’বার চ্যাম্পিয়ন হওয়া দলটি এবার আসছে নতুন রুপে।

এ বার নামকরন করা হয়েছে ‘ত্রিনবাগো নাইট রাইডার্স’। তবে এটি আইপিএলের কোন দল নয়।

দলটি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কেকেআর মালিক শাহরুখ খানের টিমের নামকরণ বুধবার (১০ ফেব্রুয়ারি) এটাই করা হল। সিপিএলে ত্রিনিদাদ ও টোবাগো ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন বলিউড বাদশা কিং খান।

নতুন দলের নামকরণও করা হলো কলকাতা নাইট রাইডার্সের ধাঁচে। যা নিয়ে প্রবল উচ্ছ্বসিত শাহরুখ বলেন, ‘ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেট ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত লাগছে। আমরা চেষ্টা করব সেই ঐতিহ্যকে ধরে রাখার। ’

কিন্তু কেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের টিম কেনার দিকে গেল নাইট রাইডার্স? কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলছেন, ‘আমরা নাইট রাইডার্স ব্র্যান্ডকে আরও ছড়িয়ে দিতে চেয়েছিলাম। ’

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।