ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

দুর্বল ফিজিকে সহজেই হারালো কানাডা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
দুর্বল ফিজিকে সহজেই হারালো কানাডা ছবি: সংগৃহীত

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট পর্বের প্লে-অফ ম্যাচে ফিজি অনূর্ধ্ব-১৯ দলকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারালো কানাডা অনূর্ধ্ব-১৯ দল। এ জয়ের ফলে আসরের ১৫তম স্থান নিশ্চিত করলো কানাডার যুবারা।



প্রথমে ব্যাট করে ২৮ ওভারে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় ফিজি। দলের তিন ব্যাটসম্যান ছাড়া অন্য কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। জবাবে ২০ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে চলে যায় কানাডা।

কানাডার হয়ে ওপেনার আকাশ গিল ৩৮ রানে অপরাজিত থাকেন। তবে ম্যাচ সেরার পুরস্কার ওঠে চার ওভারে ১৬ রান দিয়ে চার উইকেট নেওয়া মিরাজ প্যাটেলের হাতে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।