ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনির ১’শ কোটির হুমকি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
ধোনির ১’শ কোটির হুমকি ছবি : সংগৃহীত

ঢাকা: বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় দৈনিক সান স্টারকে আইনি নোটিশ দিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি। ক’দিন আগে পত্রিকাটিতে দেশটির ক্রিকেটের সাবেক ম্যানেজার সুনীল দেবের লেখায় ছাপানো হয়, ইংল্যান্ডে ২০১৪ সালে একটি টেস্ট ম্যাচে ফিক্সিংয়ে জড়িয়েছিলেন ধোনি।

এরই প্রেক্ষিতে আইনি নোটিশ পাঠায় ভারতীয় সীমিত ওভারের ক্রিকেটের এ অধিনায়ক।

আইনি নোটিশটিতে ধোনি এক প্রকার হুমকিই দিয়েছেন সান স্টারকে। যেখানে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পত্রিকাটি যদি তাদের পূর্বের ছাপানো লেখার পরিবর্তে ক্ষমা না চান, তবে ১০০ কোটি রুপির মানহানি মামলা করা হবে।

এর আগে বোমা ফাটিয়েছিলেন সুনীল দেব। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুনীল দেব জানিয়েছেন, টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ ফিক্সিং করা হয়েছিল। ২০১৪ সালে ম্যানচেস্টারে ইংলিশদের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে এ ঘটনা ঘটে।

সুনীল দেব আরও জানান, তখনকার ভারতীয় বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন বিষয়টি জানলেও তা চেপে যান। ফলে, ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি জনসম্মুখে প্রকাশিত হয়নি।

সুনীল দেব বলেন, ভারতের তখনকার টেস্ট দলপতি মহেন্দ্র সিং ধোনি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও সেদিন মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল। অথচ আগেই টিম ম্যানেজমেন্টের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় টস জিতলে আগে ফিল্ডিংয়ে নামবে ভারত। কিন্তু, হঠাৎ করেই মাঠে টসের সময় ধোনি কেন ঔ সিদ্ধান্ত নিয়েছিল তা আমাদের মনে প্রশ্ন জাগায়। আমরা বেশ অবাক হই এমন সিদ্ধান্তে। আমরা বুঝতে পারি ম্যাচটি গড়াপেটা হচ্ছে।

৬৭ বছর বয়সী সুনীল দেব ২০১৪ সালে ভারতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। দলের সঙ্গেই থাকা সাবেক এ ম্যানেজার জানান, আমি বিষয়টি সে সময়কার বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনকে জানাই। তিনি বেশ গভীর ভাবেই বিষয়টি শোনেন। কিন্তু, এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। আমরা বুঝতে পারছিলাম তিনি ইস্যুটিকে মিডিয়া বা জনসম্মুখে আনতে চাচ্ছেন না।

উল্লেখ্য, ম্যানচেস্টারের সে ম্যাচটি তিনদিনেই শেষ হয়। আর ইংল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে ধোনির ভারত ইনিংস ও ৫৪ রানে হারে। সে ম্যাচে ধোনি ৭১ রান করলেও বিরাট কোহলিসহ টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যান শূন্য রানে সাজঘরে ফেরেন। ৪৬.৪ ওভারে ১৫২ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।