ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উপভোগ্য ম্যাচের অপেক্ষায় মালিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
উপভোগ্য ম্যাচের অপেক্ষায় মালিক ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দর্শকে ঠাসা স্টেডিয়ামের গ্যালারি। চাপা উত্তেজনা-উৎকন্ঠা, আবার কখনো উচ্ছ্বাস-উন্মাদনা।

শুধু স্টেডিয়ামেই নয়; টেলিভিশনের পর্দায় কোটি দর্শক চোখ রেখে উচ্ছ্বাস-উন্মাদনার সমুদ্রে ভাসেন। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুটি দলের মহারণ এবার বাংলাদেশে, এশিয়া কাপের ম্যাচে।
 
শনিবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুরে  গড়াবে হাইভোল্টেজ এ ম্যাচটি।   ম্যাচটি নিয়ে ভাবনায় দু’দলের ক্রিকেটাররাই। ভাবনায় যাই থাকুক দু’দলের লড়াই যে বেশ উপভোগ্য হবে সেটি নিশ্চিত। ম্যাচটি উপভোগ্য হবে এমন ইঙ্গিত দিয়ে রাখলেন  স্বয়ং পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ভারতের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ভারত-পাকিস্তান ম্যাচটা কেমন হবে এটা মালিকের চেয়ে ভালো আর কে-ই জানে?

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) হোটেল লবিতে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারত-পাকিস্তান মহারণ নিয়ে মালিক বললেন ‘দুই দলের লড়াই সব সময়ই উপভোগ্য হয়ে উঠে। পাকিস্তানি হিসেবে আমিও বলবো পাকিস্তান এ ম্যাচে ফেভারিট। তবুও সাম্প্রতিক সময়ে যদি ভারতের পারফরম্যান্স দেখা হয়, তাহলে বলতে হবে তারা খুব ভালো ক্রিকেট খেলছে! আমরাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছি। আমরা মাত্রই পিএসএল খেলে এসেছি। ওখানে নিজেরা অংশগ্রহণ করেছি। আমি মনে করি, দুই দলের আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। ’

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে পাকিস্তানের এশিয়া কাপ মিশন। অন্যদিকে, ভারত তাদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে পাঁচ জাতির এ টুর্নামেন্টে শুভ সূচণা করে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।