ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদির মিশন ‘১০০’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আফ্রিদির মিশন ‘১০০’ ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে একশ উইকেটের রেকর্ড ছোঁয়ার কাছাকাছি শহীদ আফ্রিদি। কিন্তু, এ তালিকায় শীর্ষ চারজনের ভবিষ্যতই অনিশ্চয়তার মাঝে! আফ্রিদির সঙ্গে লাসিথ মালিঙ্গাও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (৮ মার্চ শুরু) শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন।



অন্যদিকে, সমান ৮৫ উইকেট পাওয়া উমর গুল ও সাঈদ আজমল পাকিস্তানের এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ স্কোয়াডেই সুযোগ পাননি। এতে দু’জনের ক্রিকেট ক্যারিয়ারও এখন হুমকির মুখে।

বর্তমানে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি। ৯০ ম্যাচে নিয়েছেন ৯১টি উইকেট। উইকেটের সেঞ্চুরি করতে তার সামনে রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দু’টি মেগা ইভেন্ট।

অন্যদিকে, তালিকায় চার নম্বরে থাকা লাসিথ মালিঙ্গার দখলে রয়েছে ৭৮টি উইকেট (৬২ ম্যাচে)। একশ উইকেটের মাইলফলক ছুঁতে অনেক দূরেই অবস্থান করছেন লঙ্কানদের টি-টোয়েন্টি অধিনায়ক।

তাই বলা যায়, সবার আগে ৩৫ বছর বয়সী আফ্রিদির সামনেই থাকছে রেকর্ড গড়ার হাতছানি। বলা বাহুল্য, আগামী ১ মার্চ ৩৬-এ পা রাখবেন ক্রিকেট বিশ্বের এ তারকা অলরাউন্ডার।

গত বছরের ওয়ানডে বিশ্বকাপ শেষেই আফ্রিদি এক ঘোষণাই বলেছিলেন, পাকিস্তানের জার্সিতে তার শেষ উপস্থিতি হতে পারে টি-২০ বিশ্বকাপ। কিন্তু, সম্প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়ে নতুন আলোচনার জন্ম দেন ‘বুমবুম’ আফ্রিদি।

এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই উইকেটের সেঞ্চুরি করার দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন আফ্রিদি। শনিবার (২৭ ফেব্রুয়ারি) এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএম

** অবসর ভাবনা পুনর্বিবেচনা করবেন আফ্রিদি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।