ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সমর্থকদের উল্লাসে মাতোয়ারা মিরপুর

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
সমর্থকদের উল্লাসে মাতোয়ারা মিরপুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মিরপুরের আকাশে বাতাসে যেন টাইগারদের জয়ধ্বনি ভাসছে। নিজদের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামলেও মিথুন-সৌম্যদের ব্যাট যেন আজ খোলস ছেড়ে বেরিয়ে এসেছে।



শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এশিয়া কাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে সময় স্টেডিয়াম ভর্তি দর্শক উল্লাসে মেতে ওঠে।

প্রথম ম্যাচে ভারতের কাছে হারায় অনেকটাই হতাশ ছিলেন স্বাগতিক দর্শকরা। সেদিন ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংও ছিল বেশ হতাশাজনক। তবে আরব আমিরাতের বিপক্ষে শুরু থেকেই টাইগারদের দেখা যায় আক্রমণাত্মক।

ম্যাচের শুরু থেকেই নাভেদ, জাবেদ ও শেহজাদদের বোলিংকে বাউন্ডারি বাইরে আছড়ে ফেলে দলকে দারুণ শুরু এনে দেন উদ্বোধনী দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মিথুন।

তাদের সেই ক্ষুরধার ব্যাটিংয়ের উচ্ছাস গিয়ে আছরে পড়ছে শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে। টাইগারদের সমর্থন জানাতে বিগত দিনগুলোর ধারাবাহিকতায় আজও বাঘ সেজে গ্যালারিতে বসেছেন টাইগার সমর্থকেরা।

টাইগারদের প্রতিটি শটই যেন তাদের জন্য উল্লাসের উপলক্ষ বয়ে আনছে।
তবে, ভক্তদের এমন উল্লাস ও আনন্দ তখনই স্বার্থক হবে যদি বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত নিজেদের করে নিতে পারেন।   
 
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এইচএল/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।