ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী বিশ্বকাপে নারী আম্পায়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
নারী বিশ্বকাপে নারী আম্পায়ার ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দু’জন নারী আম্পায়ার নিয়োগ করা হয়েছে। কোনো টুর্নামেন্ট আয়োজনের ইতিহাসে প্রথমবারের মতো এই উদ্যোগ নিয়েছে আইসিসি।



সম্প্রতি পুরুষ ও নারী বিশ্বকাপের জন্য নিয়োগপ্রাপ্ত ৩১ জন অফিসিয়াল আম্পায়ারের তালিকায় থাকা দুই নারী হলেন ক্যাথি ক্রস ও ক্ল্যাইর পোলোসাক।

ক্রস নিউজিল্যান্ডের আম্পায়ার। নারীদের ২০০০, ২০০৯ ও ২০১৩ বিশ্বকাপসহ আইসিসির বিভিন্ন ইভেন্ট অফিসিয়াল হিসেবে কাভার করার মাধ্যমে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছেন তিনি।

১৬ মার্চ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে সরাসরি আম্পায়ারিং করবেন এই নারী।

তবে, বিশ্ব ক্রিকেটের মঞ্চে প্রথমবারের মতো দায়িত্ব পালনে আসছেন অসি কর্মকর্তা পোলোসাক। যদিও তিনি থাইল্যান্ডে নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আম্পায়ার ছিলেন।

১৮ মার্চ বিশ্বকাপের নিউজিল্যান্ড বনাম আয়ারল্যান্ডের ম্যাচে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন পোলোসাক।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬/আপডেট ১৩০৫ ঘণ্টা
এমএমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।