ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান নির্বাচক হলেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
লঙ্কান নির্বাচক হলেন সাঙ্গাকারা ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের বাকি আর মাত্র নয় দিন। এরই মধ্যে শ্রীলঙ্কান ক্রিকেটে বড় এক পরিবর্তন এলো।

দলটির নির্বাচক প্যানেল নতুন করে সাজিয়েছেন ক্রীড়া মন্ত্রী দায়াশ্রী জয়াশেখর। সাবেক অধিনায়ক অরবিন্দ্র ডি সিলভাকে প্রধান করেন পাঁচ সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে।

এ তালিকায় সবচেয়ে আকর্ষণীয় নাম হচ্ছে সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া কুমার সাঙ্গাকারা। এছাড়া রয়েছেন রমেশ কালুভিথারানা, রনজিত মাদুরাসিংহে ও লালিত কালুপেরুমা।

নতুন এই নির্বাচক প্যানেলের অধীনের হয়ত বিশ্বকাপ দলে পরিবর্তন আসতে পারে।

ডি সিলভা গত বছর নির্বাচক প্যানেলে ছিলেন। আর কালুভিতারানা দেশটির গত এক দশকে বড় ধরনের কোচের ভূমিকা পালন করেছেন। সম্প্রতি তিনি লঙ্কার ‘এ’ দলের কোচ ছিলেন।

এদিকে সাঙ্গাকারার এ প্যানেলে আসাটা অনেকটা বিস্ময়ের। কারণ আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন তিনি মাত্র সাত মাস আগে। এছাড়া এখনও ঘরোয়া ক্রিকেট থেকে তিনি অবসর নেননি।

 কালুপেরুমা ১৯৮২ সালে শ্রীলঙ্কার অভিষেক টেস্টে খেলেছিলেন। আর মাদুরেসিংহে জাতীয় দলের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯২ পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।