ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ কলকাতায়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ভারত-পাকিস্তান ম্যাচ কলকাতায়! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: নিরাপত্তা ঝুঁকির অজুহাতে ধর্মশালায় ভারতের বিপক্ষে খেলতে বরাবরই আপত্তি দেখিয়ে আসছে পাকিস্তান। ইতোমধ্যেই, ভেন্য পরিবর্তনের জন্য আইসিসি ও বিসিসিআই’র (ভারতীয় ক্রিকেট বোর্ড) দৃষ্টি আকর্ষণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



জানা যায়, ধর্মশালার পরিবর্তে কলকাতার ইডেন গার্ডেনসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার টি-২০ বিশ্বকাপের ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটিই জানা গেছে। যদিও আইসিসি এখনো অফিসিয়ালি তা নিশ্চিত করেনি।

সূত্রমতে, ১৯ মার্চের ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে কলকাতার সম্ভাবনাই বেশি। তবে সম্ভাব্য ভেন্যু হিসেবে মোহালি, বেঙ্গালুরুর নামও রয়েছে।

এদিকে, বুধবার (৯ মার্চ) পাকিস্তান দলের ভারতে যাওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে সবুজ সংকেত পেলেই কলকাতায় উড়াল দেবে পাকিস্তান দল। চূড়ান্ত অনুমতির আগে পাকিস্তান সরকারের সঙ্গে পিসিবি আলোচনা করতে পারে বলেও নিশ্চিত করেন শাহরিয়ার খান।

সম্প্রতি ধর্মশালার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠায় পিসিবি। নেতিবাচক রিপোর্টের প্রেক্ষিতেই ভেন্যু পরিবর্তনের জোরারো ‍আবেদন জানান পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।

তাই বলা যায়, পাকিস্তান দলের ভারতে পা রাখার আগে ভেন্যু (ধর্মশালা) পরিবর্তনের ব্যাপারটিই এখন আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। ক’দিন আগে নিরাপত্তা শঙ্কায় নারী দলের ভারত সফর (ওমেন্স টি-২০ ওয়াল্র্ডকাপ) স্থগিত করে পিসিবি।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।