ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কলকাতায় পাক-ভারত ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
কলকাতায় পাক-ভারত ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি ধর্মশালার পরিবর্তে কলকাতাতে হবে।

ম্যাচের ভেন্যু পরিবর্তন হলেও খেলাটি ১৯ মার্চই অনুষ্ঠিত হবে। বুধবার (০৯ মার্চ) এক ঘোষণার মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করে আইসিসি।

আইসিসি’র প্রধান নির্বাহী এ প্রসঙ্গে জানান, নিরাপত্তার সার্থে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষেই ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এর আগে পাকিস্তান দলকে নিরাপত্তা দিতে পারবে না বলে বিসিসিআইয়ের কাছে চিঠি দিয়েছিলো। এরপরই শুরু হয় ম্যাচটি নিয়ে জল্পনা। এর মাঝে পাকিস্তান ক্রিকেট বোর্ডও ক্রিকেটারদের ভারতে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করে।

ফলে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহন নিয়েই প্রশ্ন জাগে। তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি খেলা হবে ঐতিহাসিক কলকাতার ইডেন গার্ডেনের মাঠে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৬
এমএমএস

** ভারত-পাকিস্তান ম্যাচ কলকাতায়!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।