ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমলার আক্ষেপের দিনে অজিদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আমলার আক্ষেপের দিনে অজিদের সিরিজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি জিতে নিয়ে দারুণ আত্মবিশ্বাস ধরে রাখলো রাখলো অস্ট্রেলিয়া। কেপটাউনে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অজিরা ২-১ এ সিরিজ নিজেদের করে নেয়।



আগে ব্যাট করে প্রোটিয়ারা হাশিম আমলার অনবদ্য ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে, অজিরা ১৯.২ ওভারে জয় তুলে নেয়। এর আগে প্রথম ম্যাচে দ. আফ্রিকা ৩ উইকেটের জয় তুলে নিলেও দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে অস্ট্রেলিয়া জয় তুলে নেয়।

আগে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের হয়ে ইনিংস শুরু করেন কুইন্টন ডি কক ও হাশিম আমলা। ওপেনিং জুটি থেকেই তারা তুলে নেন ২৫ বলে ৪৭ রান। ডি কক ১৩ বলে ৪টি চার আর একটি ছক্কায় ২৫ রান করে বিদায় নেন। গত দুই ম্যাচে না খেললেও সিরিজ নির্ধারণী ম্যাচে নামা আমলা করেন ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৯৭ রান।

তার অপরাজিত ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি আর চারটি ওভার বাউন্ডারি। মাত্র ৬২ বল মোকাবেলা করে আমলা তার ইনিংস সাজান। গত ২১ ফেব্রুয়ারি জোহানেসবার্গে ইংলিশদের বিপক্ষে শেষ খেলা আমলা সে ম্যাচেও ৬৯ রান করে অপরাজিত ছিলেন।

তিন নম্বরে নামা প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস ৪ রান করে আউট হন। চার নম্বরে নামা রিলে রুশো ১৬ রান করেন। আর ১৬ বলে দুটি করে চার ও ছক্কায় ৩০ রান করেন ডেভিড মিলার।

১৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে অজি দুই ওপেনার উসমান খাজা ও শেন ওয়াটসন দুর্দান্ত শুরু করেন। উদ্বোধনী জুটি থেকেই তারা তুলে নেন ৭৬ রান। খাজা ২৫ বলে ৩৩ আর ওয়াটসন ২৭ বলে ৪২ রান করেন। খাজার ব্যাট থেকে চারটি চারের সঙ্গে একটি ছক্কাও আসে আর ওয়াটসন দুটি চারের পাশাপাশি তিনটি ছক্কা হাঁকান।

দলীয় ৭৮ রানে দুই ওপেনার ফিরলে দলের রানের চাকা ঘোরাতে থাকেন দলপতি স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ইনিংসের ১৮তম ওভারে রান আউট হন ওয়ার্নার। তার আগে ২৭ বলে তিনটি চারের সাহায্যে খেলেন ৩৩ রানের ইনিংস। স্মিথের সঙ্গে ৭৯ রানের জুটিও গড়েন ওয়ার্নার।

স্মিথ ২৬ বলে দুটি চার আর দুটি ছক্কায় ৪৪ রান করে বিদায় নেন। শেষ দিকে ব্যাট হাতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ১০ বলে দুটি চার ও একটি ছয়ে করেন অপরাজিত ১৯ রান। ৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ১০ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।