ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ভালো হলো না নারী দলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
প্রস্তুতি ভালো হলো না নারী দলের ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে আয়েশা রহমানের দল।



ব্যাঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ ১৯.৫ ওভারে অলআউট হয় মাত্র ৯৫ রান তুলে। জবাবে, লঙ্কানরা ৫ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উেইতেট হারতে থাকে বাংলাদেশ নারী দল। মাত্র ১৬ রানেই লাল-সবুজের দলটি টপঅর্ডারের চার ব্যাটারকে হারায়। শারমিন আখতার (১), দলপতি আয়েশা (৫), লতা মন্ডল (৮) আর ফারজানা হক (০) ব্যাটিংয়ে ব্যর্থ হলেও রুমানা আহমেদ ২৯ বলে তিনটি চারের সাহায্যে করেন ২০ রান।

ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেন উইকেটরক্ষক নিগার সুলতানা। ৩৯ বলে ৫টি বাউন্ডারিতে তিনি ইনিংসটি সাজান। ফাহিমা খাতুন (৫) আর জাহানারা আলম (৮) রান করে বিদায় নেন। সালমা খাতুন ১০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া আর কেউই রানের খাতা খুলতে পারেননি।

৯৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ১৮ রান তুলে নেন লঙ্কানদের দুই ওপেনার। ওপেনার জয়াজ্ঞানিকে (৭) ফিরিয়ে দেন সালমা খাতুন। আরেক ওপেনার জাসোদা মেন্ডিস ১৯ বলে ২০ রান করে রুমানা আহমেদের বলে এলবির ফাঁদে পড়েন।

তিন নম্বরে নামা দিলানিকেও (২০ বলে ১৭ রান) ফেরান রুমানা। দলপতি শ্রীবর্ধানেকে রান আউট করেন আয়েশা রহমান। ইনিংসের ১৬তম ওভারে সালমা খাতুন ফেরান ৬ রান করা মাধবীকে। তবে, বাকিটা পথ পাড়ি দিয়ে লঙ্কানদের জয়ের বন্দরে পৌঁছে দেন অপরাজিত থাকা ইসানি (১৬) ও রানাসিঙ্গে (১৮)।

১৮.১ ওভার ব্যাট করেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ১০ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।