ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হংকংকে হারালো আফগানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
হংকংকে হারালো আফগানরা ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। হংকংকে ৬ উইকেটে হারিয়েছে এশিয়া অঞ্চলের দলটি।

বাছাইপর্বে ‘বি’ গ্রুপে থাকা আফগানরা ১২ বল হাতে রেখেই জয় পায়।

আগে ব্যাটিং করে হংকং নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান করে। জবাবে, ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান।

হংকংয়ের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আনসুমান রাথ। ৩১ বল মোকাবেলা করে তিনি অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে ওপেনার ক্যাম্পবেলের ব্যাট থেকে। ওপেনার আটকিনসন ১৬ ও কিনচিত শাহ ১১ রান করেন।

৪ ওভার বল করে মোহাম্মদ নবী ২০ রান খরচায় তুলে নেন চারটি উইকেট।

১১৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার মোহাম্মদ শাহজাদ ৪১ ও নুর আলি জাদরান ৩৫ রান করেন। উদ্বোধনী জুটি থেকেই তারা তুলে নেন ৭০ রান। তিন নম্বরে নামা মোহাম্মদ নবী ১১ বলে ১৭ রান করে বিদায় নেন। ৯ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জাদরান। ১৮ ওভার ব্যাট করেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ১০ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।