ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে সতর্ক বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
আয়ারল্যান্ডের বিপক্ষে সতর্ক বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেকটা পিছিয়ে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি ৠাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম, ১৫তম অবস্থান আইরিশদের।

দু’দলের মাঝে পার্থক্য এতে অনেকটাই স্পষ্ট। টি-টোয়েন্টিতে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সও আশা জাগানিয়া।

তবে টেস্ট প্লেয়িং দেশকে প্রতিপক্ষ হিসেবে পেলেই কিভাবে যেন জ্বলে ওঠে আয়ারল্যান্ড। আইসিসির সহযোগী এ দেশটির বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে একটি জয় আছে। এমন  ভাবনা থেকে আয়ারল্যান্ডকে সমীহ ও সতর্ক থেকেই বিশ্বকাপের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মাশরাফিবাহিনী।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (১১ মার্চ) রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

আয়ারল্যান্ড অঘটন ঘটাতে যতই পটু হোক, সামর্থ্য অনুযায়ী খেললে ম্যাচটা জিতে নেয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বৃহস্পতিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনই জানান হাথুরুসিংহে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমি জানি আয়ারল্যান্ড পেশাদার দল। যদিও তাদের শুরুটা ভালো হয়নি। টি-টোয়েন্টিতে আপনি ভবিষ্যদ্বাণী করতে পারেন না। যে কোনো কিছু হতে পারে, একটা ওভারই ম্যাচ পরিবর্তন করে দিতে পারে। তাই আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলবো। আমি মনে করি, যদি আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, ম্যাচটা আমরাই জিতবো। তবে কন্ডিশন দু’দলের জন্যই কঠিন হবে। ’

কাউন্টি খেলায় অভ্যস্ত আইরিশরা বুধবার রাতে ‘পুঁচকে’ ওমানের কাছে লজ্জাই পেয়েছে। অপেশাদার ক্রিকেটারে ঠাঁসা ওমান দলটার কাছে হেরে শুরুতেই হোঁচট খায় আইরিশদের বিশ্বকাপ মিশন। ‘সুপার টেন’ এ ওঠার দৌঁড়ে অনেকটাই পিছিয়ে গেছে তারা। বাংলাদেশের বিপক্ষে হারলে শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপ মিশন। আর বাংলাদেশের সুপার টেনে ওঠা প্রায় নিশ্চিত হয়ে যাবে।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে এখন নির্ভার বাংলাদেশ দল। ডাচদের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তার খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। এ ব্যাপারে হাথুরুসিংহে বলেন, সে (মুস্তাফিজ) এখনো শতভাগ ফিট না। ম্যাচের আগে আবার তার ফিটনেস দেখা হবে। তাই আমি এখন তার খেলা, না খেলা নিয়ে কোনো মন্তব্য করতে পারছি না। ’

মুস্তাফিজ শেষেমেষ ফিট না হয়ে উঠতে পারলে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচটা বাংলাদেশ খেলেছে দিনের আলোয়। আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ম্যাচটা হবে সন্ধ্যার পর। যেখানে তাপমাত্রা ৬-৯ ডিগ্রী সেলসিয়াস থাকে (ধর্মশালায়)। তীব্র ঠান্ডার সঙ্গে শিশির ও কন্ডিশনের পরিবর্তন দু’দলের জন্যই সমান চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন টাইগারদের কোচ।
 
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নাসির হোসেন, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।
 
আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্ট্রিলিং, গ্যারি উইলসন, নেইল ও ব্রায়েন (উইকেটরক্ষক), কেভিন ও ব্রায়েন, এন্ড্র পোয়েনটার, অ্যান্ডি ম্যাকব্রিন, ম্যাক্স সরেনসেন, টিম মার্টাগ/জর্জ ডকরেল, বয়েড রানকিন, ক্রেইগ ইয়াং।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।