ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুপার টেনে জিম্বাবুয়ে না আফগানিস্তান?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
সুপার টেনে জিম্বাবুয়ে না আফগানিস্তান?

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি দল সরাসরি খেলবে সুপার টেনে। বাকি আটটি দল থেকে উঠবে দুটি দল।

এই দশ দলকে নিয়ে সুপার টেন শুরু হবে ১৫ মার্চ থেকে। কোন দুটি দল উঠবে সুপার টেনে-এটি এখনো অনিশ্চিত।

গ্রুপ ‘এ’ তে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ওমানকে হটিয়ে বাংলাদেশের সুপার টেনে উঠে আসার সম্ভবনাই বেশি। তবে নিশ্চিত হতে অপেক্ষা করতে হতে পারে ১৩ মার্চ পর্যন্ত। তবে আগামীকালই নিশ্চিত হয়ে যাচ্ছে গ্রুপ ‘বি’ থেকে কারা খেলবে সুপার টেন।

গ্রুপ ‘বি’ থেকে সুপার টেনে ওঠার দাবিদার এ মুহূর্তে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। দুটি দলই জয়ে পেয়েছে দুটি করে ম্যাচে। শেষ ম্যাচে এবার মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে-আফগানিস্তান।

এ ম্যাচের জয়ী দল বাছাইপর্ব থেকে নিশ্চিত করবে সুপার টেনে খেলা। শনিবার বিকাল সাড়ে তিনটায় নাগপুরে শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।