ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রোববার পাওয়া যাবে সেরা ১০ বোলার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
রোববার পাওয়া যাবে সেরা ১০ বোলার ছবি: সংগৃহীত

ঢাকা: শেষের পথে ‘রবি ফাস্ট বোলার হান্ট’ ক্যাম্পেইন। আগামী রোববার (১৩ মার্চ) পাওয়া যাবে নির্বাচিত ১০ পেসারকে।

যাদের পরবর্তীতে জাতীয় পর্যায়ে সুযোগ দিতে হাই পারফরম্যান্স টিমের সঙ্গে দেয়া হবে উন্নতমানের প্রশিক্ষণ।  

শুক্রবার (১১ মার্চ) মিরপুর একাডেমি মাঠে যাচাই-বাছাই শেষে সারাদেশ থেকে বাছাইকৃত ৫৬ জনের মধ্যে ২৩ জন ফাস্ট বোলারকে নির্বাচন করা হয়েছে। এই ২৩ জন থেকে ১০ পেসারকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবি আজিয়াটা লিমিটেড যৌথভাবে আয়োজন করে রবি ফাস্ট বোলার হান্ট। ১৭ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি এই এক মাস সময়ে দেশের ১৬টি ভেন্যু থেকে বাছাই করে ঢাকায় আনা হয় ৫১ জন ছেলে, ৩ জন মেয়ে ও ২ জন প্রতিবন্ধী বোলারকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ২০০৫ এবং ২০০৭ সালে ‘গ্রামীণফোন পেসার হান্ট’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে উঠে আসেন আজকের রুবেল হোসেন, শফিউল ইসলামরা। এবার কয়জন বোলার উন্নত প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে উঠে আসতে পারেন, বাংলাদেশের পেস আক্রমণকে কতটা সমৃদ্ধ করতে পারেন-সেটিই দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।