ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সৌম্যর বিদায়, উইকেটে সাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
সৌম্যর বিদায়, উইকেটে সাব্বির ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধর্মশালা থেকে: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ব্যাটিং করছে টাইগাররা। বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ১৪ ম্যাচ খেলা সৌম্য সরকার ও ৪৮ ম্যাচ খেলা তামিম ইকবাল।

তবে, ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন সৌম্য। আউট হওয়ার আগে তামিমকে সঙ্গে নিয়ে ২৮ বলে ৬১ রান তোলেন সৌম্য। ১৩ বলে তিনটি চারের সাহায্যে সৌম্য করনে ২০ রান।

প্রথম ৭ ওভার শেষে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে তুলেছে ৮৪ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের অষ্টম ম্যাচে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টাইগারদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা।

নতুন করে আর বৃষ্টি না হলে দুই দলই ১২ ওভার করে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা নাসির হোসেনের জায়গায় খেলবেন মোহাম্মদ মিঠুন। আর স্পিনার আরাফাত সানির জায়গায় একাদশে এসেছেন আবু হায়দার রনি।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ১১ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।