ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ধর্মশালা থেকে মহিবুর রহমান

ওমানের বিপক্ষে সেরা খেলাটিই খেলতে হবে

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ওমানের বিপক্ষে সেরা খেলাটিই খেলতে হবে ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধর্মশালা থেকে: হিমাচলের বৃষ্টি বাগড়ায় ওমান-নেদারল্যান্ডসের পর পরিত্যাক্ত হলো বাংলাদেশ ও আয়াল্যান্ডের মধ্যকার ম্যাচও। ফলে আইরিশদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো মাশরাফিদের।

আর এই পয়েন্ট ভাগাভাগির ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে টিম বাংলাদেশ।

সঙ্গত কারণেই কিছুটা স্বস্তিতে থাকার কথা থাকলেও ততটা স্বস্তি নেই টাইগার দলপতির। কেননা, বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। তাই জয়ের জন্য গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেরা খেলার কোনো বিকল্পই দেখছেন না তিনি।

শুক্রবার (১১ মার্চ) বৃষ্টির কারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ২০ ওভারের খেলা কমিয়ে আনা হয় ১২ ওভারে। ওভার কমালেও ম্যাচের অষ্টম ওভারে আবার বৃষ্টি শুরু হলে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়। ততক্ষণে তামিম ইকবালের ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেটে ৯৪ রান সংগ্রহ করে ফেলে টিম বাংলাদেশ। বৃষ্টির তীব্রতা বাড়তে থাকলে, পরে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা হয়।

খেলা পরিত্যাক্ত হওয়াকে নিজেদের শেষ ম্যাচের জন্য চাপ মানছেন মাশরাফি। সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের তিনি বলেন, দুই ম্যাচে আমাদের পয়েন্ট তিন, ওদেরও তিন। হ্যাঁ, একথা ঠিক যে, আমরা নেট রান রেটে এগিয়ে আছি। তবে ম্যাচটা হালকাভাবে নেওয়ার কারণ নেই।

তবে আজকের ম্যাচটি পরিত্যাক্ত হওয়ায় মাশরাফি আক্ষেপ করছেন না। কারণ, আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ জিতলে সুপার টেনে খেলতে পরের ম্যাচেও জয়ের বিকল্প ছিল না। তাই যতটুকু খেলা হয়েছে তাতে নাকি দলের ব্যাটসম্যানদের ভালো একটি অনুশীলন হয়েছে বলেও মত দিলেন ম্যাশ।

এদিকে ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে বৃষ্টি কোনো ক্রমেই কাম্য নয় টাইগার অধিনায়কের। এ বিষয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, বৃষ্টি হলে আমাদের জন্য কাজটি কঠিন হয়ে যায়, কেননা আমরা এতো ম্যাচ খেলার সুযোগ পাইনা যে বিষয়গুলো ভালোভাবে সামলাবো। তাই আমি চাই শেষ ম্যাচটি যেন ২০ ওভারেরই হয়।

আসলে মাশরাফি যা বলতে চেয়েছেন সেটি হলো আয়ারল্যান্ডের ম্যাচটি পরিত্যাক্ত না হলে টাইগাররা যেভাবে শুরু করেছিলেন তাতে নিশ্চিত জয়ের দিকেই যাচ্ছিলে টিম বাংলাদেশ। তাই জিতলে সন্দেহাতীত ভাবেই ওমানের চাইতে এই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১ বেশি থাকতো। সেটি হয়নি তাই হয়ত রয়েছে আক্ষেপ-আফসোস থাকছেই।     

এদিকে, বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে শনিবার (১২ মার্চ) চেন্নাই যাচ্ছেন টাইগার স্পিনার আরাফাত সানি, তাই শেষ ম্যাচে তাকে ছাড়াই খেলার আভাস দিয়ে রাখলেন লাল-সবুজের অধিনায়ক।

বৃষ্টিতে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টাইগারদের ম্যাচ পরিত্যাক্ত হলেও তামিমের ঝড়ো ব্যাটিংয়ের বিষয়টি সংবাদ সম্মেলনে উঠে এলো সঙ্গত কারণেই। সতীর্থ তামিমকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক। বললেন, তামিম তার ব্যাটিং গতি ফিরে পেয়েছে। দেখে মনে হয়েছে সার্বিকভাবে সে নিজেকেই ফিরে পেয়েছে।

তার আগে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে ব্যাটিংয়ে নেমেও বৃষ্টির কারণে খেলা শেষ করতে পারলো না টাইগাররা। বাংলাদেশের পয়েন্টে ভাগ বসিয়ে এক পয়েন্ট লুফে নেয় আইরিশরা। নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ালো তিন পয়েন্ট। বৃষ্টির আগে ৮ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তোলে ৯৪ রান। কিন্তু বৃষ্টি হানায় ম্যাচে আর বল না গড়ালে পরিত্যক্ত হয় ম্যাচটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের অষ্টম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।