ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনি-ব্রাভো-ওয়াটসনদের থেকেও এগিয়ে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ধোনি-ব্রাভো-ওয়াটসনদের থেকেও এগিয়ে সাকিব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: আইসিসির মেগা ইভেন্ট হিসেবে খ্যাত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের শীর্ষ দশে রয়েছেন ক্রিস গেইল, তিলকারত্নে দিলশান, এবিডি ভিলিয়ার্স, রোহিত শর্মা ও যুবরাজ সিং। এই পাঁচ ব্যাটসম্যানই এবারের আসর মাতাতে নিজ নিজ দলের স্কোয়াডে রয়েছেন।

এই তালিকায় বাংলাদেশের হয়ে এগিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তালিকায় ১৭তম অবস্থানে সাকিব। ২০ ম্যাচের ২০টি ইনিংস থেকে বাঁহাতি এই ব্যাটসম্যান করেছেন ৪৪৩ রান। তার ইনিংস সর্বোচ্চ রান ৮৪। ২৬.০৫ ব্যাটিং গড়ে ৩৪৫ বল মোকাবেলা করেছেন টাইগার অলরাউন্ডার। ১২৮.৪০ স্ট্রাইক রেটে যেখানে সাকিবের দুটি অর্ধশতকও রয়েছে। বিশ্বমঞ্চের মেগা আসরে তার ব্যাট থেকে ৩৯টি বাউন্ডারি আর ১৫টি ওভার বাউন্ডারি আসে।

টাইগারদের আরেক ব্যাটসম্যান ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এই তালিকায় রয়েছেন ৩১ নম্বরে। ১৯ ম্যাচ খেলে তামিমের সংগ্রহ ৩৪৯ রান।

সাকিবের পরেই রয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ২০ ম্যাচ খেলা অজি তারকা বিশ্বমঞ্চে করেছেন ৪৪১ রান। এরপরের অবস্থানটি ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর দখলে। ২৩ ম্যাচ খেলা ব্রাভো করেছেন ৪৪১ রান। আর ভারতের দলপতি মহেন্দ্র সিং ধোনি এই তালিকায় ২০ নম্বরে। ২৮ ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়কের রান ৪৪০।

সাকিবের পরে আরও রয়েছেন ইংল্যান্ডের লুক রাইট, অস্ট্রেলিয়ার মাইক হাসি, ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ইংলিশদের তারকা ইয়ন মরগান, ভারতের সুরেশ রায়না, পাকিস্তানের উমর আকমলরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১০১৬ রান নিয়ে শীর্ষে রয়েছেন লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। ক্রিকেটের ক্ষুদ্র ফরমেটের ক্যারিয়ারে একটি শতক হাঁকানো মাহেলা গত বিশ্বকাপের পর অবসর নেন। দুই নম্বরে ক্যারিবীয় দানব ক্রিস গেইল (৮০৭ রান)। আর তিন নম্বরে লঙ্কান ওপেনার ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান (৭৬৪ রান)।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ১২ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।