ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সৌমের বিদায়, উইকেটে তামিম-সাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
সৌমের বিদায়, উইকেটে তামিম-সাব্বির ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধর্মশালা থেকে: বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ ম্যাচে ধর্মশালার মাঠে নেমেছে বাংলাদেশ ও ওমান। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান দলপতি সুলতান আহমেদ।

বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করতে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

ইনিংসের সপ্তম ওভারে বিদায় নেন সৌম্য সরকার। লালচেতার বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ২২ বলে দুটি চারে ১২ রান।

৭ ওভার শেষে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে তুলেছে ৪৩ রান।

সুপার টেন নিশ্চিত করতে ওমানকে জিততেই হবে টাইগারদের বিপক্ষে। অন্যদিকে, জয় বঞ্চিত হতে চায় না বাংলাদেশও। তবে, বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে বিশ্বমঞ্চের পরের রাউন্ডে চলে যাবে লাল-সবুজরাই। নেট রানরেটে গ্রুপ ‘এ’তে এগিয়ে বাংলাদেশ।

এশিয়া কাপের ফাইনালিস্ট বাংলাদেশ ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে পূর্ণ দুই পয়েন্ট অর্জন করে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চাইলে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পণ্ড হয়। ফলে, টাইগারদের পয়েন্টে ভাগ বসায় আইরিশরা।

দিনের প্রথম ম্যাচে ধর্মশালায় মাঠে নামে বিশ্ব আসর থেকে বিদায় নেওয়া আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। তবে খেলা শুরুর প্রায় ৩০ মিনিট আগে বৃষ্টি নামলে পরে ছয় ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়। নিয়মরক্ষার এ ম্যাচে জয় পায় ডাচরা।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৬
এমআর

** ব্যাটিংয়ে টাইগারদের দুই ওপেনার

** ব্যাটিংয়ে বাংলাদেশ
** গুরুত্বপূর্ণ ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ ওমান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।