ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দুরন্ত তামিমের উড়ন্ত হাফসেঞ্চুরি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
দুরন্ত তামিমের উড়ন্ত হাফসেঞ্চুরি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে (বাছাইপর্ব) দ্বিতীয় উড়ন্ত হাফ সেঞ্চুরি উদযাপন করলেন উড়ন্ত তামিম ইকবাল। রোববার (১৩ মার্চ) ধর্মশালায় মূল পর্ব নির্ধারণী ম্যাচে ওমানের বিপক্ষে এ অর্ধশতক তুলে নেন তিনি।



প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম ক্রিজে রয়েছেন ৫৯ রানে। এই রান তুলতে তিনি খেলেছেন মাত্র ৩৭ বল। হাঁকিয়েছেন দু’টি ছক্কা ও সাতটি চার। ৩৫তম বলে বলকে বাউন্ডারি ছাড়া করে অর্ধশতক তুলে নেন টাইগার এ ড্যাশিং ওপেনার।

এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রান করে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও তিনি ৪৭ রান তুলে নেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এইচএ/

** দুটি মাইলফলকই স্পর্শ করলেন তামিম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।