ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

৮ ডিগ্রি সেলসিয়াসে খেলছেন মাশরাফিরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
৮ ডিগ্রি সেলসিয়াসে খেলছেন মাশরাফিরা

ঢাকা: টানা বৃষ্টির পর ঠাণ্ডা জেঁকে বসেছে ধর্মশালায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ১০ এ ওঠার লড়াইয়ে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম গ্রাউন্ডে ওমানের বিপক্ষে ব্যাট করছে মাশরাফি বাহিনী।



ব্যাট হাতে ক্রিজে তামিম-সাব্বিররা পর্দার দর্শকদের ‘উষ্ণতা’ দিলেও ‘ডাগআউটে’ গায়ে মোটা কাপড় জড়িয়ে বসে থাকতে দেখা গেছে কোচ হাথুরাসিংহে ও অধিনায়ক মাশরাফিকে। ঠাণ্ডার তীব্রতা থেকে রক্ষায় গায়ে তোয়ালে মুড়িয়েছেন মাশরাফি।

আবহওয়া বিষয়ক ওয়েবসাইট আকু ওয়েদার বলছে, ধর্মশালায় স্থানীয় সময় রাত ৮টায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। আর হিউমিডিটি ৭৮ শতাংশ। রয়েছে আকাশ মেঘাচ্ছন্ন।

পূর্বাভাস অনুযায়ী, ধর্মশালার বাতাসে মেঘ ভেসে বেড়াচ্ছে। যা যেকোনো সময় বৃষ্টি হয়ে ধরায় নেমে আসবে। সেক্ষেত্রে ঠাণ্ডার তীব্রতা আরো বাড়বে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।