ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাথুরেসিংহকে দেওয়া কথা রেখেছেন তামিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
হাথুরেসিংহকে দেওয়া কথা রেখেছেন তামিম ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্যারিয়ারের প্রথম ও টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথম শতক হাঁকিয়েছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে প্রথম কোনো বাংলাদেশিরও সেঞ্চুরি এটি।



সেঞ্চুরির বিষয়ে অভিব্যক্তি জানতে চাইলে ভাষ্যকারকে তামিম বলেন, বিশ্বকাপের আসরে আমি আপনাকে একটি সেঞ্চুরি দেবো, এমন কথা দিয়েছিলাম কোচ হাথুরেসিংহকে।

সেঞ্চুরির পর সে কথাই স্মরণ করেন তামিম।

স্কোরবোর্ডে দারুণ সংগ্রহ উল্লেখ করে তামিম বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। পাওয়ার প্লেতে ৩০-৪০ রান সংগ্রহ লক্ষ্য ছিল। দ্রুত কয়েকটি বাউন্ডারি মারার পর নিজের মধ্যে আত্মবিশ্বাস জন্মায়’।

রোববার (১৩ মার্চ) ধর্মশালায় মূল পর্ব নির্ধারণী ম্যাচে ওমানের সঙ্গে ৬০ বল খেলে এ সেঞ্চুরি (১০১) উদযাপনে মাতেন তামিম ইকবাল। এই ইনিংস খেলার পথে তিনি ১০টি চার ও ৫টি ছক্কা হাঁকান। শেষ পর্যন্ত ৬৩ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন তামিম।

এর আগে, নিজের খেলা ৩৫তম বলকে বাউন্ডারি ছাড়া করে অর্ধশতক তুলে নেন এ টাইগার ব্যাটসম্যান।

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রান করে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও তিনি ৪৭ রান করেন।


বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।