ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হ্যাজেলউডের হ্যাটট্রিকেও অজিদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
হ্যাজেলউডের হ্যাটট্রিকেও অজিদের হার ছবি : সংগৃহীত

ঢাকা: হ্যাটট্রিক করেও অস্ট্রেলিয়াকে জেতাতে পারলেন না পেসার জস হ্যাজেলউড। কলকাতার ইডেনে প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ তাদের হারায় তিন উইকেটে।

তাও আবার ক্যারিবিয়ান দলের ব্যাটিংয়ের প্রধান অস্ত্র ক্রিস গেইল এ দিন ব্যাট করতেই নামেননি।

অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে চলে যাওয়ার পর চতুর্থ ওভারে পরপর তিন বলে জ্যাসন হোল্ডার, মারলন স্যামুয়েলস ও ডোয়েন ব্র্যাভোকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে বেকায়দায় ফেলে দেন হ্যাজেলউড। ক্যারিবীয়দের স্কোর দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ১৮ রান।

এর পর ড্যারেন স্যামির ২৮ বলে ৫০, আন্দ্রে রাসেলের ১৯ বলে ২৯ ও চার্লস ব্র্যাথওয়েটের ১৪ বলে ৩৩ ওয়েস্ট ইন্ডিজকে জেতায়।
এর আগে প্রথমে ব্যাট করা অজিদের হয়ে শেন ওয়াটসন এ দিন ৩৯ বলে ৬০ করেন। চারটি করে চার ও ছয় মারেন তিনি। কিন্তু তিনি আউট হওয়ার পরই ৫৫ রানে অস্ট্রেলিয়ার শেষ সাতটি উইকেট পড়ে যায়। এর মধ্যে আবার তিন বার ক্যাচও ফেলেন ক্যারিবিয়ান ফিল্ডাররা।

ম্যাচের পর হ্যাজলউডের আফসোস, ‘শুরুতে নতুন বলে গুড লেংথে ফেলে পরপর তিনটে উইকেট পেয়ে যাই। পরে ওরা খুব ভাল ব্যাটিং করেছে। ওদের কৃতিত্ব দিতেই হবে। তবে আমাদের ব্যাটিং আরও ভাল হতে পারত। ’



বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।