ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় জ্যোতিষীর মতে পাকিস্তান চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ভারতীয় জ্যোতিষীর মতে পাকিস্তান চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত নয়, ফাইনালে উঠলে পাকিস্তানই শিরোপা জিতবে’ এমনটি ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় এক জ্যোতিষী। গ্রিনস্টোর লোবো নামের এই জ্যোতিষীর কথাতে ভারতীয় ক্রিকেট পাগলরা নিশ্চয়ই ক্ষোভে ফেটে পড়েছেন।



লোবো তার বিশ্লেষণ আর গবেষণার উপর ভিত্তি করে এমন ভবিষ্যদ্বাণী করেছেন। আর বিজ্ঞানসম্মত ভাবেই তিনি এটি নিশ্চিত হয়েছেন বলে দাবী করেন।

লোবো জানান, আমি শহীদ আফ্রিদিদের বড় করে ভারত দলকে খাটো করছি না। তবে, মহেন্দ্র সিং ধোনির দলটি এই বড় ইভেন্টে ব্যর্থ হবে। টিম ইন্ডিয়াকে নিয়ে আমি বেশ উদ্বিগ্ন। তারা ছোটো ইভেন্টে যেভাবে দাপটের সঙ্গে খেলে, এবারের বিশ্বমঞ্চে সেভাবে নিজেদের মেলে ধরতে পারবেনা। আর এটাই বাস্তবতা।

২০১১ বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, একই বছরের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা (চেন্নাই সুপার কিংস), চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ, ঘরের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় আর সদ্য সমাপ্ত এশিয়া কাপের শিরোপা জয় ধোনির নেতৃত্বেই হয়।

এরপরও লোবোর দাবী নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলেও শিরোপা জিততে পারবে না ধোনি বাহিনী, যদি ভারতের প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান ফাইনালের মঞ্চে উঠে আসে।

লোবো মনে করিয়ে দেন ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের ব্যর্থতার কথা। আরও স্মরণ করিয়ে দেন ধোনির নেতৃত্বে ২০১২’র এবং ২০১৪’র টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার কথা।

এশিয়া কাপের আসরে পাকিস্তানকে হারানো টিম ইন্ডিয়ার বিপক্ষে প্রতিশোধের ম্যাচে জ্বলে উঠতে পারবে না পাকিস্তান এমনটি জানিয়ে লোবো জানান, আগামী ১৯ মার্চ ধোনির ভারত শহীদ আফ্রিদির পাকিস্তানকে হারাবে। কিন্তু, পাকিস্তান ফাইনালে উঠলে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি ভারতকে কাঁদিয়ে শিরোপা নিজেদের ঘরে নিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ১৪ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।