ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট ফাইনালে রাবি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট ফাইনালে রাবি

রাবি: আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট’র সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৪ মার্চ) সকাল ৯টায় রাবির স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ঢাবিকে ২৫ রানে পরাজিত করে রাবি।



টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাবি দলের অধিনায়ক নাজমুস সাকিব। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে রাবি। রাবি’র পক্ষে সর্বোচ্চ ৯০ রান সংগ্রহ করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের হিমেল।

জবাবে ঢাবি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেন। ঢাবির পক্ষে সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করেন সুজন।   ম্যান অব দ্যা ম্যাচ হন রাবির হিমেল।

এদিকে দুপুর সোয়া ২টায় ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা শুরু হয়েছে। টসে জিতে ব্যাট করছে ইসলামী বিশ্ববিদ্যালয়।

৮ মার্চ থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাবি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।