ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতে মুগ্ধ আফ্রিদি বিপাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ভারতে মুগ্ধ আফ্রিদি বিপাকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে মাঠে নামার দুইদিন আগে কড়া সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের দলপতি শহীদ আফ্রিদি। ভারতের প্রতি একটু বেশিই ভালবাসার কথা জানিয়ে বিপাকে পড়া আফ্রিদিকে লাহোর থেকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে বলে জানা যায়।



কয়েক দফা কালবিলম্বের পর শনিবার (১২ মার্চ) রাতে কলকাতায় পৌঁছায় টিম পাকিস্তান। কলকাতায় পা রেখে ভারতীয় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন বলে দাবি করেন শহীদ আফ্রিদি।  

এ সময় তিনি বলেন, ‘আমি বিশ্বের যেকোনো জায়গায় খেলে এতোটা উপভোগ করি না, যতটা না ভারতে খেলে উপভোগ করি। আমি এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে এবং বলতে পারি, ভারতে যে পরিমান ভালোবাসা পেয়েছি তা সব সময়ই মনে রাখব। এমনকি, পাকিস্তান থেকেও আমরা এরকম ভালোবাসা পাইনি। ’

‘বুমবুম’ আফ্রিদি যোগ করেন, ‘পাকিস্তানের মতো এখানেও ক্রিকেট-প্রেমী মানুষ রয়েছেন। সব মিলিয়ে আমার ক্রিকেট ক্যারিয়ারে ভারতের মাটিতে খেলেই অনেক বেশি উপভোগ করেছি। ’

এমন মন্তব্যের পর পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াদাদ জানান, ভারত আমাদের কি দিয়েছে? সত্যি বলতে কিছুই না। গত পাঁচ বছর আমরা ভারতের কাছ থেকে কিছুই পাইনি। অথচ আফ্রিদি যা বলেছে তা শুনে আমি আশ্চর্য না হয়ে পারছি না। তার এমন মন্তব্য আমাকে হতাশ করেছে।

আফ্রিদির সমালোচনা করে মিয়াদাদ আরও যোগ করেন, পাকিস্তানের প্রতিটি ক্রিকেটারের উচিৎ ভারতের মাটিতে ভালো খেলা, অহেতুক কোনো মন্তব্য করার জন্য তাদের সেখানে পাঠানো হয়নি। আফ্রিদির লজ্জা থাকা দরকার।

এদিকে, পাকিস্তানের সাবেক টেস্ট দলপতি এবং প্রধান কোচ মোহসিন খান জানান, আমি আফ্রিদির কথায় অবাক হয়েছি। তার মতো সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে এমন মন্তব্য আশা করিনি। তার উচিৎ ছিল সংবাদমাধ্যমে আরও সতর্ক হয়ে কথা বলা, যেখানে ভারতের মতো দেশে তার নেতৃত্বে খেলবে পাকিস্তান।

‘পাকিস্তান থেকেও আমরা এরকম ভালোবাসা পাইনি’ আফ্রিদির এমন মন্তব্যের পর দেশের জনগনের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে পাকিস্তান দলপতিকে। জুডিশিয়াল অ্যাকটিভিজম প্যানেল নামে পাকিস্তানের লাহোরভিত্তিক একটি সংগঠন কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে আগামী ১৫ দিনের মধ্যে এমন মন্তব্যের জবাব জানতে চেয়েছে। তা না হলে আফ্রিদির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় তারা।

বলা বাহুল্য, সম্প্রতি নিরাপত্তা শঙ্কায় ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের ভেন্যুও পরিবর্তন করা হয়। আগামী ১৯ মার্চ ‘ক্রিকেটীয় যুদ্ধে’ মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। তার আগে সুপার-১০ এ নিজেদের প্রথম ম্যাচেই আফ্রিদিদের প্রতিপক্ষ বাংলাদেশ। সম্প্রতি টাইগারদের কাছে হেরেই এশিয়া কাপ থেকে বিদায় নেয় পাকিস্তান। ভারতের বিপক্ষেও হেরেছিল এশিয়া কাপের মিশনে মাঠে নেমে।



বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ১৪ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।