ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তিন ফিফটিতে প্রথম দিন ইস্ট জোনের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
তিন ফিফটিতে প্রথম দিন ইস্ট জোনের ফাইল ফটো

ঢাকা: আজ থেকে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ড। বিসিএলের চতুর্থ আসরে কারা চ্যাম্পিয়ন হবে-এ প্রশ্নের উত্তর মিলবে এ রাউন্ড শেষেই।



সোমবার (১৪ ‍মার্চ) পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা ইসলামী ব্যাংক ইস্ট জোন শেষ রাউন্ডের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৬৪ রান তুলেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। লিটন দাস, মুমিনুল হক ও অলক কাপালি পেয়েছেন অর্ধশতকের দেখা।
 
মুমিনুল ৭৮ ও লিটন দাস ৫১ রান করে আউট হলেও ৬২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন অলক। তার সঙ্গে তাসামুল তক ৩৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন।
 
সাউথ জোনের আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী ও মইনুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।