ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে ইংলিশ পেসারের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ইংল্যান্ডের বিপক্ষে ইংলিশ পেসারের হ্যাটট্রিক ছবি: সংগৃহীত

ঢাকা: টি-২০ বিশ্বকাপের সুপার টেনে নামার আগে দারুণ প্রস্তুতি সারলো ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারানোর পর এবার নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও প্রত্যাশিত জয় তুলে নিয়েছেন ইয়ন মরগানরা।

সোমবারের (১৪ মার্চ) ম্যাচটিতে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএ) একাদশের বিপক্ষে ১৪ রানে জিতেছে ইংলিশরা।

প্রস্ততি ম্যাচ হওয়ায়, ইংল্যান্ডের চারজন ক্রিকেটার জেমস ভিঞ্চি, জস বাটলার, আদিল রশিদ ও ডেভিড উইলি মুম্বাই সিএ একাদশের হয়ে খেলেন। আশ্চর্জজনক হলেও সত্য, জাতীয় দলের বিপক্ষে নেমে হ্যাটট্রিক আদায় করে নেন ২৬ বছর বয়সী ইংলিশ পেসার উইলি।

মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আগে ব্যাট করে আট উইকেটে ১৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৪৮ রান (৩৪ বল) করেন জো রুট। দুই ওপেনার জেসন রয় ২১ বলে ৩২ ও অ্যালেক্স হেলসের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৭। অধিনায়ক মরগান ১১ রানে রান আউটের ফাঁদে পড়েন। ২৩ বলে ৩০ রান করে আউট হন বেন স্টোকস।

ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে হ্যাটট্রিক পূরণ করেন উইলি। জাতীয় দলের সতীর্থের বলে একে একে সাজঘরে ফেরেন রুট, মঈন আলী (১) ও ক্রিস জর্ডান (০)। দু’টি উইকেট নেন শারদুল ঠাকুর ও আদিল রশিদ।

জয়ের লক্ষ্যে পাওয়ার প্লের ছয় ওভারে ৫৭ রান তুলে দলকে ভালো শুরু এনে দেন জয় বিস্তা (৩৭ বলে ৫১) ও অধিনায়ক শ্রেয়াস আয়ার (১৬)। তবে শেষ পর্যন্ত ১৪ রানের আক্ষেপে পুড়ে মুম্বাই সিএ একাদশ। নির্ধারিত ওভার শেষে তারা ছয় উইকেটে ১৬৩ রান করতে সমর্থ হয়। নিজ দলের বিপক্ষে নামা ভিঞ্চি ৪৫ (৩৮ বল) ও বাটলার ১৬ বলে ২৫ রানের ইনিংস খেলেন।

ইংলিশদের হয়ে দু’টি করে উইকেট নেন রিসি টপলি ও ক্রিস জর্ডান। একটি করে উইকেট লাভ করেন লিয়াম প্লাঙ্কেট ও মঈন আলী।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।