ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকিট নেই বাংলাদেশ ম্যাচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
টিকিট নেই বাংলাদেশ ম্যাচের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: এশিয়া কাপে দুর্দান্ত খেলে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। আত্মবিশ্বাসী টাইগাররা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটি খেলেছিল।

প্রায় তিন দিন ধরে লাইনে দাঁড়িয়ে, নির্ঘুম রাত কাটিয়ে, পুলিশের মার খেয়েও ফাইনালের টিকিট পাননি হাজার হাজার টাইগারপ্রেমী।

কোটি কোটি টাইগারপ্রেমীদের এশিয়া কাপ এনে দিতে না পারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের কথা রেখেছেন মাশরাফি বিন মর্তুজার দল। ফেভারিটদের মতো খেলেই সুপার টেনে উঠেছে বাংলাদেশ। সুপার টেনে টাইগারদের বিপক্ষে লড়বে পাকিস্তান, স্বাগতিক ভারত, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে কলকাতায় প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগারদের বিপক্ষে এশিয়া কাপে হেরে আসর থেকে বিদায় নেওয়া শহীদ আফ্রিদির পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বের আলোচনা। ১৬ মার্চ সুপার টেনের গ্রুপ ‘টু’র এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে।

কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচের অনলাইন টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রির অনলাইন পার্টনার ‘বুকমাইশো ডট কম’ এ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আর কোনো টিকিট অবশিষ্ট নেই বলে জানানো হচ্ছে। তবে, কলকাতার ভেন্যুটির অনুমোদিত বক্স অফিস থেকে কিছু টিকিট কেনা যাবে বলেও জানাচ্ছে ওয়েবসাইটটি।

এদিকে, ভারত-পাকিস্তান একই ভেন্যুতে ১৯ মার্চ মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সে ম্যাচের টিকিটও শেষ বলে জানাচ্ছে ‘বুকমাইশো ডট কম’।

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটির মতো টিকিট শেষ হয়ে গেছে এশিয়া কাপের দুই ফাইনালিস্ট বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটও। ২৩ মার্চ বেঙ্গালুরুর এম চিন্বাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারত টাইগারদের বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ভারত-পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচের অনলাইনের টিকিট শেষ হয়ে গেলেও এখনো টিকিটের জন্য রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে লাল-সবুজদের ম্যাচের। আগামী ২১ মার্চ বেঙ্গালুরুতে বাংলাদেশ সময় রাত আটটায় স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া খেলবে মাশরাফির দলের বিপক্ষে। আর ২৬ মার্চ কলকাতার ইডেনে টাইগাররা নিজেদের সুপার টেনের সবশেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১৫ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।