ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ভালো খেললে কিছুই সাহায্য করবেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
বাংলাদেশ ভালো খেললে কিছুই সাহায্য করবেনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশকে নিয়ে কেন জানি একটু বেশিই ভুগছে পাকিস্তান। দলটির কোচ ওয়াকার ইউনুসও টাইগারদের নিয়ে বাড়তি চিন্তা করছেন।

সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দলের বিপক্ষে খেলতে নামবে শহীদ আফ্রিদির পাকিস্তান।

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও দেশটির প্রধান কোচ ওয়াকার এবারের বিশ্বকাপে সুপার টেনে অংশ নেওয়া কোনো দলকেই এককভাবে ফেভারিটের তকমা দিতে রাজি নন। ক্রিকেটের ক্ষুদ্র এই ফরমেটে প্রতিটি দলকেই শিরোপার দাবীদার বলেই মনে করছেন। প্রতিটি দল নিজেদের সেরাটা দিতে সক্ষম বলেই বিশ্বাস করেন ওয়াকার।

৪৪ বছর বয়সী ওয়াকার বলেন, আপনি তিন সপ্তাহ ভালো ক্রিকেট খেললেই শিরোপা নিজেদের ঘরে নিয়ে যেতে পারবেন। বিশ্বকাপের এই ভার্সনে কোনো দলই নিজেদের ভেফারিট বলে দাবী করতে পারবেনা। এই টুর্নামেন্টে যেকোনো কিছুই সম্ভব। আগের টি-টোয়েন্টি বিশ্বকাপগুলো দেখুন। ২০০৭ সালে ভারত, ২০০৯ সালে পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজ যারা শিরোপা নিয়েছে টুর্নামেন্টের আগে তারা নিজেদের ফেভারিট বলে দাবী করতে পারেনি।

এশিয়া কাপের আগে বাংলাদেশে এসে টাইগারদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হেরেছিল পাকিস্তান। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচেও হারের ধারা বজায় রেখে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিদি বাহিনী। লাল-সবুজদের বিপক্ষে টানা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হারার ভয় থেকে তাই একটু বেশিই সতর্ক থাকছেন ওয়াকার।

১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এ ম্যাচের আগে টাইগারদের প্রসঙ্গে ওয়াকার জানান, বাংলাদেশ সত্যিই দারুণ ক্রিকেট খেলছে। তাদের বিপক্ষে সতর্ক থেকে শক্তভাবেই হারাতে চেষ্টা করবো। বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়েই খেলবে। তাদের উন্নতি বিশ্ব ক্রিকেটের জন্য এবং অবশ্যই বাংলাদেশের জন্য ভালো। তারা গত দুই বছর থেকেই অসাধারণ ক্রিকেট খেলছে। বিশ্বকাপেই আমরা তা দেখেছি। তাদের পারফর্মে তারা সম্মান পাওয়ার যোগ্য।

ওয়াকার আরও বলেন, বাংলাদেশকে আমরা যথেষ্টই সম্মান করছি। কিন্তু, এটা বড় আসর, কন্ডিশনও আলাদা। তাদের বিপক্ষে আমরা ভালো ক্রিকেটই খেলবো। পেস বোলিংই আমাদের প্রধান অস্ত্র। বাংলাদেশের থেকে এখানকার উইকেট ভিন্ন, কন্ডিশনও ভিন্ন। কিন্তু, তারপরও বাংলাদেশ ভালো ক্রিকেট খেললে এগুলো কোনো কাজেই দেবে না।

বুধবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৫ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।