ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইডেন থেকে মহিবুর রহমান

‘দাদা, পাকিস্তানকে হারাতে পারবেন তো?’

মহিবুর রহমান, সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
‘দাদা, পাকিস্তানকে হারাতে পারবেন তো?’ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা থকে: ২৮ গ্র্যান্ট স্ট্রিট, ধর্মতলা। ইডেন গার্ডেন স্টেডিয়াম ঠিক এর পাশেই।

বিকেলে ইডেনেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এ স্টেডিয়ামে। তাই উৎসাহের কমতি নেই আশপাশের এলাকার মানুষের মধ্যে। ধর্মতলায়ও চলছে খেলা নিয়ে চুলচেরা বিশ্লেষণ।

বুধবার (১৬ মার্চ) সকালে নাস্তার উদ্দেশ্যে বের হয়ে দেখা স্থানীয় দু’তিনজন মধ্যবয়সীর সঙ্গে। গলায় কার্ড ঝোলানো দেখে একজন জিজ্ঞেস করলেন ‘দাদা, বাংলাদেশ থেকে এসেছেন? আজ তো আপনাদের খেলা। পাকিস্তানকে হারাতে পারবেন তো?’

এখানেই থামলেন না আরও বললেন, আপনাদের হাথুরুসিংহের মধ্যে এমন কী আছে বলুনতো? উনি কোচ হওয়ার পর আপনারাতো শুধুই জিতছেন।

কোনো বিশ্লেষণে না গিয়ে সহজ উত্তর, দেখি কী হয়? মাঠেই বোঝা যাবে।

এ কথা বলার সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে তারা বলেন, ‘আপানারাতো ভালো খেলছেন। পারবেন পারবেন। ’ ভিনদেশি তিন বাঙালির মুখে নিজ দেশের প্রতি সমর্থনসূচক বাক্যে বাড়তি উদ্দীপনা যোগালো বটে!

শুধু ওই মানুষগুলোই নয়, এখানকার খাবার হোটেল, চায়ের দোকান ও ফুটপাতে বিশ্বকাপ নিয়ে বিস্তর আলোচনা, সমালোচনা কানে আসে।

আর কিছুক্ষণ বাদেই ইডেনে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের মূল পর্বের খেলা। সুপার টেনে এটি উভয় দলের প্রথম ম্যাচ।

যাদের মুখে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে এতো কথা, তাদের নিজ দেশে ভারত প্রথম ম্যাচে হেরে রয়েছে বিপাকে। তাই কিছুটা অস্বস্তি এখানকার মানুষের মধ্যেও। আর স্থানীয় দৈনিক ‘খেলার সময়’ এর শিরোনাম ‘শুরুতেই ধ্বংসস্তূপে ধোনিরা’। সেই পত্রিকা হাতে নিয়ে নিজেদের মধ্যে চলছে বিস্তর সমালোচনা! সঙ্গে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে নিয়ে আলোচনা।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬ 
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।