ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সাপোর্ট বাংলাদেশ’-মেতে উঠুন ক্রিকেট উন্মাদনায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
‘সাপোর্ট বাংলাদেশ’-মেতে উঠুন ক্রিকেট উন্মাদনায়

ঢাকা: বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে সবচেয়ে উজ্জ্বল করে তুলে ধরেছে টাইগাররা। মাঠে শুধু এগারোজনই খেলে না, তাদের সাথে খেলে ছাপ্পান্ন হাজার বর্গমাইল।

প্রিয় দেশের ক্রিকেটাররা ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে। আর ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশটিতে টাইগারদের সঙ্গে আপনিও মেতে উঠতে পারবেন ক্রিকেট উন্মাদনায়।

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশে নতুন মোবাইল গেম উন্মুক্ত করেছে জনপ্রিয় মোবাইল ব্রাউজার ইউসি। গেমটি উন্মুক্ত করার পর থেকে এখন পর্যন্ত প্রায় লক্ষাধিক ব্যবহারকারী তাতে মেতে উঠেছেন।

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ‘সাপোর্ট বাংলাদেশ’ নামে গেমটি উন্মুক্ত করা হয় গত ৭ মার্চ। গেমটিতে বাংলাদেশকে সাপোর্ট করে পুরস্কার জেতারও সুযোগ করে দিয়েছে ইউসি ব্রাউজার। এছাড়াও 'গেসিং গেম' নামে আরোও একটি গেমে ক্রিকেট বিশ্বকাপের কোন ম্যাচে কোন দল জিতবে তা ধারণা করে পুরস্কার জেতারও ব্যবস্থা রাখা হয়েছে।

এইচটিএমএল ৫ প্রযুক্তির এ গেইমটি শুধুমাত্র ইউসি ব্রাউজার থেকেই খেলা যাবে। ব্যবহারকারীকে প্রথমেই ৮০০০ পয়েন্ট দেওয়া হবে। এই ৮০০০ পয়েন্ট দিয়ে বিশ্বকাপে আসন্ন দু'টি ম্যাচের দু' দলের মধ্যে প্রিয় দলের পক্ষে বাজি ধরা যাবে। প্রিয় দল জিতলে দ্বিগুণ অথবা তিনগুণ পয়েন্ট পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন লাকি ড্র এবং ফেসবুক শেয়ারিং এর মাধ্যমেও নতুন পয়েন্ট সংগ্রহ করার সুযোগ রয়েছে। এভাবে সর্বোচ্চ পয়েন্টধারী ১৫৫৫ জন পাবেন বিভিন্ন পুরস্কার।

ব্রাউজার ভিত্তিক এ ধরনের গেম বাংলাদেশে একেবারেই নতুন। বিশেষ প্রযুক্তির এই গেমগুলোর বৈশিষ্ট্য হলো আলাদা কোনো গেম ফাইল ডাউনলোড না করেই শুধুমাত্র ওয়েব লিংকে ক্লিক করেই তা উপভোগ করা যায়।

ওয়েব লিংক:

http://rc.ucweb.com/iplsigndrawm/index?uc_param_str=dsdnfrpfbivesscpgimibtbmnisieijblauputogpintnw&entry=pr#!/index

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৬

এমআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।