ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে পাকিস্তানের আগে ব্যাটিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
টাইগারদের বিপক্ষে পাকিস্তানের আগে ব্যাটিং ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ইডেন থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের দলপতি শহীদ আফ্রিদি। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ষষ্ঠ বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে দু’দল।



এর আগে বিশ্বকাপের এবারের মিশনটা দুর্দান্ত করেছে টাইগাররা। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টি বাধায় আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। শেষ ম্যাচে ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ’এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

আজ ইডেনে আন্তর্জাতিক কোনো ম্যাচে ২৬ বছর পর খেলতে নামছে বাংলাদেশ। অন্যদিকে পশ্চিম বঙ্গের এ মাঠটিতে বরাবরই ভালো খেলে এসেছে পাকিস্তান। তবে এসব নিয়ে এখন মাথা ঘামাচ্ছেন না টাইগার দলপতি মাশরাফি। বরং পাকিস্তানের বিপক্ষে সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামছে লাল-সবুজের দল এমনটিই জানিয়েছেন দেশের সফল এ অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে অবশ্য বাংলাদেশের সর্বশেষ সাক্ষাতগুলো ছিলো দুর্দান্ত। ওয়াকার ইউনুস শিষ্যদের বিপক্ষে এখন পর্যন্ত ৯ টি-টোয়েন্টি ম্যাচের ৭টিতে হারলেও শেষ দুটি ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস টাইগারদের পক্ষে থাকবে বলে সমর্থকদের আশা।

বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, আল-আমিন হোসেন, আরাফাত সানি, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।
 
পাকিস্তান একাদশ:
শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, সরফরাজ আহমেদ, শারজিল খান, শোয়েব মালিক, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।