ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইডেনজুড়ে লাল-সবুজের ঢেউ

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
ইডেনজুড়ে লাল-সবুজের ঢেউ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ইডেন গার্ডেন থেকে: গোটা ইডেনের রং এখন লাল আর সবুজ। বাংলাদেশের সমর্থকরা দখল নিয়েছেন গোটা ইডেন।

কারও হাতে দেশের পতাকা, কারও বা মাথায় বাঁধা। আর প্রায় সবার গায়েই জড়‍ানো বাংলাদেশের লাল-সবুজ জার্সি। কেউ এসেছেন ঢাকা থেকে কেউ বা থাকেন কলকাতাতেই।

মাঠজুড়ে একটাই আওয়াজ ‘জিততে হবে বাংলাদেশ...’ সেই আওয়াজে গলা মিলিয়েছে কলকাতার মানুষরাও। বহু মানুষ মাঠের ভিতর এখনও প্রবেশ করতে পারেননি। বাইরে থেকে তারা সমর্থন জানাচ্ছেন বাংলাদেশকে।

দর্শকের মধ্যে নারীর সংখ্যাও প্রচুর। কেউ কেউ গালে এঁকে নিচ্ছেন বাংলাদেশের পতাকা। পতাকা আঁকবার সারিতে দেরি হয়ে যাচ্ছে দেখে অনেকে মাথায় বেঁধে নিচ্ছেন পতাকার রঙের কাপড়।

এক কথায় ইডেন এখন বাংলাদেশময়। স্টেডিয়ামজুড়ে যেন লাল-সবুজের ঢেউ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
ভিএস/এএ

** ইডেনের প্রেসবক্সে আলোচনায় শুধুই বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।