ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বলে বলে বাংলানিউজ আপডেট: পাকিস্তান ৬৫/১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
বলে বলে বাংলানিউজ আপডেট: পাকিস্তান ৬৫/১

পাকিস্তান ৬৫ রান, ১ উইকেট, সপ্তম ওভার শেষ

ম্যাচ শুরু: বিকেল ৩টা ৩০ মিনিট, ১৬ মার্চ বুধবার
ভেন্যু: কলকাতা ইডেন গার্ডেন্স
ব্যাটিং-
আহমেদ শেহজাদ- ২০
মোহাম্মদ হাফিজ- ২৫

আউট: সারজিল খান- ১৮

বোলিং: আরাফাত সানি

৬.৬:  ছক্কা হাফিজের ব্যাট থেকে
৬.৫: ১ রান শেহজাদের ব্যাটে
৬.৪: ১ রান হাফিজের ব্যাটে
৬.৩: ডট বল (কিপারের হাতে)
৬.২: ১ রান শেহজাদ
৬.১: ১ রান হাফিজের ব্যাটে

বোলিং- সাকিব আল হাসান (১১ রান)

৫.৬: ১ রান (হাফিজ)
৫.৫: ৪ রান হাফিজের ব্যাট থেকে
৫.৪: ডট বল
৫.৪: ওয়াইড (স্ট্যাম্পিংয়ের আবেদন। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নট আউট)
৫.৩: ৪ ‍রান হাফিজের ব্যাট থেকে
৫.২: ১ রান শেহজাদের ব্যাট থেকে
৫.১: দারুণ ঘূর্ণীতে ডট বল

বোলিং: আরাফাত সানি

৪.৬: ডট বল
৪.৫: ডট বল
৪.৪: ১ রান
৪.৩: ৪ রান শেহজাদের ব্যাট থেকে
৪.২: ডট বল
৪.১: রান আউটের সম্ভাবনা, ১ রান

বোলিং: তাসকিন (৬ রান)

৩.৬: থ্রো থেকে উইকেট ভেঙ্গেছে, থার্ড আম্পায়রের সিদ্ধান্ত নট আউট ১ রান
৩.৫: ১ রান শেহজাদের ব্যাট থেকে
৩.৪: ডট বল
৩.৩: ডট বল
৩.২: ডট বল
৩.১: ৪ রান শেহজাদের ব্যাট থেকে

বোলিং- আরাফাত সানি (উইকেট শিকার এবং ৭ রান)

২.৬: ডট
২.৫: ছক্কা হাফিজের ব্যাট থেকে
২.৪: ডট বল
২.৩: বাংলাদেশের প্রথম আঘাত, সারজিল বোল্ড আউট
২.২: ডট বল
২.১: ১ রান সেহজাদের ব্যাট থেকে

বোলিং: আলআমিন (১৮ রান)

১.৬: ৪ রান সারজিলের ব্যাট থেকে
১.৫: ১ রান শেহজাদের ব্যাট থেকে
১.৫: ওয়াইড
১.৪: সারজিলের ১ ‍রান
১.৩: সারজিলের ব্যাটে ছক্কা
১.২: ডট বল
১.১: ৬ রান সারজিল

বোলিং- তাসকিন (৭ রান)

০.৬: ১ রান শারজিল খান (লেগবাই থেকে)
০.৫: ১ রান সেহজাদের ব্যাট থেকে
০.৪: ৪ রান কভার ড্রাইভ (সেহজাদ)
০.৩: ডট বল
০.২: ক্যাচের সম্ভাবনা ছিলো ... ১ রান
০.১: তাসকিনের গতিতে ডট


বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, আল-আমিন হোসেন, আরাফাত সানি, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।


 
পাকিস্তান একাদশ:
শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, সরফরাজ আহমেদ, শারজিল খান, শোয়েব মালিক, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।