ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইডেন গার্ডেন থেকে মহিবুর রহমান

দেশের জন্য শুভ কামনা টাইগার সমর্থকদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
দেশের জন্য শুভ কামনা টাইগার সমর্থকদের ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইডেন গার্ডেন থেকে: ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। শুধু আজকের (১৯ মার্চ) ম্যাচই নয় সবগুলো ম্যাচ জিতে বাংলাদেশ সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে, এমনটাই বিশ্বাস ইডেন গার্ডেনের গ্যালারিতে উপস্থিত টাইগার সমর্থকদের।



বিশ্বব্যাপী কোটি কোটি টাইগার ভক্তের মতো ঢাকা থেকে খেলা দেখতে আসা রিয়াদ, তার বোন জুঁই, ভাই আলমও টাইগাদের জন্য শুভকামনা জানিয়েছেন।

শুধু তারাই নন নাসিরুল্লাহ মোমেন নামে টাইগার ভক্তও বাংলাদেশ জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।

ম্যাচে কে ভালো করবে, কার কাছ থেকে ভালো খেলার প্রত্যাশা করছেন? উত্তরে সাকিব, তামিম, সাব্বির, সৌম্যের কথা বলেন তারা।

টাইগার সমর্থকরা মনে করেছেন, তারা ভালো খেললে এশিয়া কাপের পর বিশ্বকাপেও পাকিস্তানকে হারানো কঠিন হবে না।

শুধু প্রথম ম্যাচই নয়, একে একে নির্ধারিত সবগুলো ম্যাচে জয় নিয়ে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে, বিশ্বাস টাইগার সমর্থকদের।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
জেডএস

** ‘দাদা, পাকিস্তানকে হারাতে পারবেন তো?’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।