ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সানির ১৭তম ওভারে ‘সৌম্যের উইকেট শিকার’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
সানির ১৭তম ওভারে ‘সৌম্যের উইকেট শিকার’

ঢাকা: ১৭তম ওভারে বল করতে এসে আবারও উইকেট ঝুলিতে পুরেছেন আরাফাত সানি। তবে এ উইকেট শিকারে নিজেকে ‘সমান দাবিদার’ করতে পারেন সৌম্য সরকার।

বাউন্ডারি লাইন থেকে ছক্কা বাঁচিয়ে বাউন্ডারিতে পড়ে আবার ফিরে এসে বলটি হাতে নিয়ে এ ক্যাচ শিকারের কৃত্বিত্ব সানিও নিশ্চয় সৌম্যকে দিতে ‘কিপটেমি‘ করবেন না। দু’জনের যুগলবন্দিতে সাজঘরের পথ ধরেছেন মোহাম্মদ হাফিজ।

১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান করেছে ১৬৮ রান। সানি তার ব্যক্তিগত কৌটার শেষ ওভারে দিয়েছেন ১১ রান। ৪ ওভার বল করে ২ উইকেট নিয়ে ৩৪ দিয়েছেন সানি।

ক্রিজে আছেন আফ্রিদি রান ৩১ এবং আকমল ০ রান নিয়ে।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এইচএ/এসএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।