ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সৌম্যের ম্যাজিক ক্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
সৌম্যের ম্যাজিক ক্যাচ

ঢাকা: বাউন্ডারিতে সৌম্য সরকারে ম্যাজিক ক্যাচ তাক লাগিয়ে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। ক্যাচ নিয়ে মন্তব্য করতে গিয়ে ভাষা খুঁজে পাচ্ছেন না দর্শক, সমর্থক, ক্রিকেট বিশ্লেষক- কেউ।



আরাফাত সানির স্লগ বল মিড ডিপ উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারেন হাফিজ। সৌম্য দৌড়ে শূন্যে উড়ে বলটি ধরেন। তবে একেবারে নাকের ডগায় ছিলো বাউন্ডারি রোপ। তাই রোপে পা গলানোর আগেই এবার বলটিকে শূন্যে উড়িয়ে সীমানার ওপারে চলে যান সৌম্য।

এরপর বলটি শূন্যে থাকা অবস্থায়ই মাঠের ভিতরে ঢুকে ক্যাচ লুফে নেন ম্যাজিক ম্যান বনে যাওয়া সৌম্য সরকার। পুরো ঘটনাটি কয়েক সেকেন্ডের।

সৌম্য এর আগে এশিয়া কাপেও কয়েকটি দর্শনীয় ক্যাচ নিয়ে পুরস্কার পেয়েছেন। বিশ্বকাপেও সে ধারা অব্যাহত রাখলেন তিনি।

অসাধারণ এ ক্যাচের পর ক্রিকেটের দর্শক, ভক্ত, বিশেষজ্ঞরা হিসাব কষছেন সর্বকালের সেরা ক্যাচগুলোর মধ্যে এটা কিনা- তা নিয়ে।

কমেন্টেটর হার্শা ভোগলে অসাধারণ এ ক্যাচের পর টুইট করেছেন, এ ক্যাচ ব্যাখ্যার জন্য ভাষা খুঁজতে হবে। কোনো ভাষাই খুঁজে পাওয়া যাচ্ছে না!

ব্রায়ান লারা টুইটে লিখেছেন: হোয়াট এ ক্যাচ

ইএসপিএসক্রিকইনফো বলছে: এটিই কী হবে টুর্নামেন্টের সেরা ক্যাচ?

ক্রিকেট.কম.এইউ লিখেছে: অ্যামাজিং!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে লড়ছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ইনিংস শেষে পাকিস্তানের সংগ্রহ ২০১।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
জেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।