ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সেন্ট্রালের বিপক্ষে নর্থ জোনের লিড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
সেন্ট্রালের বিপক্ষে নর্থ জোনের লিড

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে তৃতীয় দিন শেষে সুদৃঢ় অবস্থানে রয়েছে বিসিবি নর্থ জোন। ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ২০৫ রানের লিড নিয়েছে তারা।

হাতে আছে সাত উইকেট।
 
প্রথম ইনিংসে নর্থ জোনের ৩৭৮ রানের জবাবে সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস শেষ হয় ৩০৬ রানে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৭২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে নর্থ জোন করেছে ৩ উইকেটে ১৩৩ রান। নাজমুল হাসান শান্ত ৫০ রানে অপরাজিত আছেন।

মোহাম্মদ শরিফ, মোশররফ হোসেন রুবেল ও তানভির হায়দার নিয়েছেন একটি করে উইকেট।
 
এর আগে নর্থ জোনের করা ৩৭৮ রানের জবাবে ৬ উইকেটে ২২২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে সেন্ট্রাল জোন। শেষ চার উইকেটে আজ তাদের ব্যাটসম্যানরা যোগ করেন আরও ৮৪ রান যোগ হলে ৩০৬ রানে থামে সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস। শেষ দিকে মোশরররফ হোসেন রুবেলের ৪৭ রানের ইনিংসে তিন’শ পার করে সেন্ট্রাল জোন।

আগের দিন রকিবুল হাসান ১০০ বল মোকাবেলা করে ৯টি চারের সাহায্যে ৬৩ রান করেন। ৫১ রানের ইনিংস খেলে শুভাগত হোম দলের ইনিংসকে বড় করতে ভূমিকা রাখেন। তানভির হায়দার ৩৫ ও মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে ৩৪ রান।

নর্থ জোনের শাফাক আল জাবির, মাহমুদুল হাসান ও আরিফুল হক তিনটি করে উইকেট নেন। একটি উইকেট নেন সাঞ্জামুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।