ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মুম্বাইয়ে গেইল ঝড়, উড়ে গেল ইংলিশরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
মুম্বাইয়ে গেইল ঝড়, উড়ে গেল ইংলিশরা ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৮৩ রানের টার্গেটটা ক্রিস গেইলের জন্য কিছুই ছিল না। টি-টোয়েন্টির আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় শতক হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় জয় পাইয়ে দেন গেইল।

ক্যারিবীয় এই দানবের ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে জো রুটের ৪৮, জস বাটলারের ৩০ ও শেষ দিকে ইয়ন মরগানের ১৪ বলে ২৭  রানের ঝড়ো ইনিংসে মজবুত সংগ্রহ গড়ে ইংলিশরা। জবাবে, ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় ৪ উইকেট হারানো ক্যারিবীয়রা।

আগে ব্যাটিংয়ে নেমে দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও অ্যালেক্স হেলস সতর্ক থেকে ব্যাট চালিয়ে ভালো শুরু এনে দেন দলকে। দলীয় ৩৭ রানে আন্দ্রে রাসেলের বলে সাজঘরে ফেরেন রয় (১৫)। এরপর দ্বিতীয় উইকেটে হেলসের সঙ্গে জুটি বেধে ব্যাট চালান তিন নম্বরে নামা জো রুট। দলীয় ৯২ রানে হেলস ব্যক্তিগত ২৮ রান করে বাঁহাতি স্পিনার সুলেমান বেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ।

১১৪ রানে রাসেলের দ্বিতীয় শিকারে বিদায় নেন জো রুট। ৩৬বলে তিনটি চার ও দুই ছক্কায় ৪৮ রানে করে জেরম টেলরের হাতে সহজ ক্যাচ দেন এ ডানহাতি ব্যাটসম্যান।    ৩৬ বলে ৪৮ রানের ইনিংস খেলে ইংলিশদের রানের চাকা সচল রাখেন রুট।

তবে রুটের বিদায়ের পর রান তোলার গতি অনেকটা কমে আসে ইংল্যান্ড ইনিংসে। ১৭তম ওভারে জস বাটলার ও অধিনায়ক ইয়ন মরগান মিলে ১৪ রান যোগ করে রানের চাকা সচল রাখেন। শেষ দিকে মরগান ও বেন স্টোকসের ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিবীয়দের ১৮৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় ইংলিশরা।

ক্যারিবীয় বোলারদের মধ্যে রাসেল ও ডোয়েন ব্রাভো ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন সুলেমান বেন।

ক্যারিবীয়দের হয়ে ইনিংস শুরু করেন জনসন চার্লস ও ক্রিস গেইল। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিদায় নেন ওপেনার জনসন চার্লস। ডেভিড উইলির বলে মঈন আলির হাতে ধরা পড়েন চালর্স।

ওপেনার চার্লস ফিরে গেলেও উইকেটে জুটি বেধে রানের চাকা সচল রাখেন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। স্কোরবোর্ডে আরও ৫৫ রান যোগ করেন তারা। ইনিংসের সপ্তম ওভারে বিদায় নেন স্যামুয়েলস। আদিল রশিদের বলে উইলির হাতে ক্যাচ দেওয়ার আগে তিনি ২৭ বলে ৮টি চারের সাহায্যে ৩৭ রান করেন।

দলীয় ৫৭ রানের মাথায় দুই উইকেট হারালেও ব্যাট হাতে নিজের স্বাভাবিক ছন্দে খেলতে থাকেন গেইল। একপ্রান্তে ব্যাটে তাণ্ডব চালানো গেইলের সঙ্গী দিনেশ রামদিন ইনিংসের ১২তম ওভারে বিদায় নেন। মঈন আলির বলে আদিল রশিদের তালুবন্দি হওয়ার আগে রামদিনের ব্যাট থেকে আসে ১২ রান। গেইলের সঙ্গী হয়ে স্কোরবোর্ডে আরও ৪৬ রান যোগ করেন তিনি।

১৩তম ওভারে বিদায় নেন ব্রাভো। টপলির বলে ফেরেন ২ রান করা ব্রাভো।

ইনিংসের ১৮তম ওভারের প্রথম বলেই গেইল তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। মাত্র ৪৭ বল মোকাবেলা করে তিনি শতক পূর্ণ করেন। গেইল ৪৮ বলে ৫টি চারের পাশাপাশি ১১টি ছক্কা হাঁকিয়ে ১০০ রানে অপরাজিত থাকেন।

আন্দ্রে রাসেল ১৬ রান করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজ ১৮.১ ওভারে জয় তুলে নেয়।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।